প্যাঁচপেঁচে গরম থেকে কিছুক্ষণের মধ্যেই মিলবে মুক্তি, আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-এর

আগামী এক সপ্তাহের মধ্যে গোটা বঙ্গ সহ সারা দেশেই শুরু হয়ে যাবে বর্ষার আগমন। তামিলনাড়ু এবং কেরলে আগামী চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে

প্যাঁচপেঁচে গরম থেকে কিছুক্ষণের মধ্যেই মিলবে মুক্তি, আবহাওয়া নিয়ে বড় আপডেট  IMD-এর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: সপ্তাহের প্রথম দিনেই অস্বস্তিকর প্যাঁচপেঁচে গরম। কয়েক দিন ধরে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিললেও রবিবার থেকে কার্যত দেখা নেই বর্ষার ছিটেফোঁটারও। বরং স্বমহিমায় আকাশে বিচরণ করছে সূর্যদেব। বেলা যত বাড়ছে ততই তেতেপোড়া গরমে ভাজা-ভাজা অবস্থা আমজনতার। কবে মিলবে স্বস্তির বৃষ্টি? কী বলছে মৌসম ভবন? জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন...

ক্যালেন্ডারের তারিখ বলছে আষাঢ় মাসের ১৮ তারিখ হয়ে গিয়েছে। খাতায় কলমে ভরপুর বর্ষার মরশুম হলেও জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে কয়েক পশলা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বঙ্গবাসীকে। উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চিত্রটা পুরোই আলাদা। একটু বৃষ্টির আশায় চাতক পাখির মতোন হ্যা পিঁত্যেশ করছেন দক্ষিণবঙ্গবাসী। তবে আর চাতকের মতো অপেক্ষা করতে হবে না বলছে মৌসম ভবন। IMD সূত্রে খবর, চলতি জুলাই মাসের ৪/৫ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ, কেরল, উপকূলবর্তী কর্নাটক সহ একাধিক রাজ্যে শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। এল নিনোর প্রভাবে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশে কিছুটা দেরী হলেও এ বছর বাংলায় বৃষ্টিতে ঘাটতি দেখা দিতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সূত্রের খবর, সোমবার থেকে বাংলার উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়লেও দক্ষিণে অমিল বর্ষা। সেই সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি ভাব। আই.এম.ডি সূত্রে খবর, আগামী এক সপ্তাহের মধ্যে গোটা বঙ্গ সহ সারা দেশেই শুরু হয়ে যাবে বর্ষার আগমন। তামিলনাড়ু এবং কেরলে আগামী চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 4-6 জুলাই উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম, কোঙ্কন এবং গোয়া ও মধ্য মহারাষ্ট্রে একই রকম আবহাওয়া দেখা যেতে পারে। তবে এবছর জুন মাসে বেশকিছু রাজ্যে ঘাটতি দেখা গিয়েছে বৃষ্টির। জুনে বৃষ্টি কম হয়েছে দেশের মোট 16টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে বিহার ও কেরলে বর্ষার ঘাটতি যথাক্রমে 69 শতাংশ ও 60 শতাংশ। যা  স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে অনেক কম বলে IMD-এর রিপোর্টে দাবি করা হয়েছে।