মালদহে রাহুলের গাড়িতে হামলা, ভাঙল কাঁচ! আমি এ সব পছন্দ করি না, দাবি মমতার

ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই বিহার-বাংলা সীমানায় হামলা রাহুল গান্ধীর গাড়িতে। মালদহে ঢুকতেই দুষ্কৃতীদের আক্রমণের মুখে রাহুল গান্ধীর 'ন্যায় যাত্রা'। ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ।

মালদহে রাহুলের গাড়িতে হামলা, ভাঙল কাঁচ!  আমি এ সব পছন্দ করি না, দাবি মমতার
ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই বিহার-বাংলা সীমানায় হামলা রাহুল গান্ধীর গাড়িতে। মালদহে ঢুকতেই দুষ্কৃতীদের আক্রমণের মুখে রাহুল গান্ধীর 'ন্যায় যাত্রা'। ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বারংবার বাধাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এদিকে, অন্য সুর কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মুখে। 'সরকারকে বদনাম করতে দুষ্কৃতীদের কাজ' অভিযোগ কংগ্রেস সাধারণ সম্পাদকের। 

বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় ফের বিপত্তি। বিহারে নীতীশকে নিশানা করে রাহুল গান্ধী 'ন্যায় যাত্রা' বুধবার প্রবেশ করে বাংলায়। বিহার সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ করতেই হামলা হয় রাহুল গান্ধীর গাড়িতে। কাটিহার এলাকা দিয়ে যাচ্ছিল রাহুলের গাড়ি। তখনই আচমকা গাড়িতে হামলা। রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

সেই গাড়িতেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। হাসিমুখেই গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় রাগাকে। জানা গিয়েছে সেই সময় মধ্যাহ্নভোজ সারতে যাচ্ছিলেন রাহুল গান্ধী। পিছন থেকে ইট মেরে ভাঙ্গা হয়েছে গাড়ির কাঁচ, বাংলার প্রশাসন রাহুল গান্ধী ন্যায় যাত্রায় অসহযোগিতা করছেন, অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ একেবারে অস্বীকার করে বলেছেন 'এরাজ্যে নয়, বিহারের কাটিহারে ভাঙ্গা হয়েছে রাহুল গান্ধীর গাড়ি'।  

'বাংলাকে বদনাম করতে কি বিজেপির থেকে টেন্ডার পেয়েছেন অধীর চৌধুরী?' বিস্ফোরক অভিযোগ যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। ইন্ডিয়া জোটে ফাটল ধরাতে কংগ্রেসের দলবলই এই কান্ড ঘটাতে পারে বলেই দাবি করেন তিনি। তবে, দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে সহমত না হলেও তৃণমূলের দিকে অভিযোগের তির ছুঁড়তে নারাজ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। 'মমতাজির থেকে আমরা প্রেরণা পাই, সরকারকে বদনাম করতে রাহুলের গাড়িতে হামলা দুষ্কৃতীদের কাজ' নাম না করেই বিজেপিকে নিশানা কংগ্রেস সাধারণ সম্পাদকের। 

এদিকে অধীর চৌধুরীর অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কংগ্রেস মুখপাত্র। 'কোনও হামলা হইনি রাহুল গান্ধীর উপর, রাহুল নিরাপত্তা বলয়ে থাকা দড়ির আঘাতে ভেঙেছে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ' টুইট করে বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস নেত্রী। 'তিন ভাইবোনের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে' সিপিএম, কংগ্রেস ও তৃণমূলকে একযোগে আক্রমণ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের। রাজ্যের শাসক দলকে নিশানা করে তিনি বলেন, 'পাথর ছোঁড়ার ঘটনা এরাজ্যে প্রথম নয়, বিজেপির প্রত্যেক নেতৃত্বের ওপর বহুবার হামলা হয়েছে।' কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও এদিন ফেসবুক পোস্টে তৃণমূলকে বিঁধে বলেছেন 'তৃণমূল পুকুরও নয়, নদীও নয়, নর্দমা'।    

রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-য় হামলার আশঙ্কা করে শনিবারই নিরাপত্তা চেয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছিলেন তিনি। তারপরও কেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যথাযথ নিরাপত্তা মিলছে সেই প্রশ্নই উঠে আসছে!