অধীরগড়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান 'দরকার হলে নির্দল টিকিটে লড়ব', বিদ্রোহী হুমায়ুন কবির

লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই চড়ছে শাসক-বিরোধী উভয় শিবিরের রাজনৈতিক পারদ। ভোটের ময়দানে লড়তে কেউ দল ছাড়ছেন আবার কেউ টিকিট না পেয়ে সরাসরি ক্ষোভ উগরে দিচ্ছেন দলেরই বিরুদ্ধে।

অধীরগড়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান  'দরকার হলে নির্দল টিকিটে লড়ব', বিদ্রোহী হুমায়ুন কবির
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

ট্রাইব টিভি ডিজিটাল: রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের রাজ্যে ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক সকলকে চমকে দিয়ে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুরে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে দীর্ঘদিন খেলা ইউসুফ পাঠানকে। রাজনীতিতে ইউসুফ পাঠানের অভিষেক এবং নির্বাচনী লড়াইয়ে দাঁড়ানো নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবির। 

লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশিত হতেই টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন একের পর এক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এমনিতেই ঠোঁটকাটা বলে পরিচিত হুমায়ুন কবিরের স্পষ্ট হুঁশিয়ারি, বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী মানবেন না তিনি। তাঁর বিরুদ্ধে ভোট করাবেন। এমনকী দরকার হলে নিজের দল তৈরি করে তার বিরুদ্ধে ভোটে লড়বেন। 

আরও পড়ুন: https://www.tribetv.in/WB-CM-Mamata-Banerjee-targets-centre-government-over-caa-issue

মঙ্গলবার বিধানসভায় এসে বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, প্রয়োজনে নির্দল হয়ে দাঁড়াবেন। দল চাইলে ব্যবস্থা নেবে। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভার শেষে ঘোষণা করা হয় লোকসভা নির্বাচনে দলের প্রার্থীতালিকা। সেখানে বহরমপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের। এরপরই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়া করেন বিধায়ক হুমায়ন কবির।

আরও পড়ুন: https://www.tribetv.in/TMC-announced-actress-rachana-banerjee-name-as-a-candidate-of-lok-sabha-election-2024-from-hooghly-Constituency
 
লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই চড়ছে শাসক-বিরোধী উভয় শিবিরের রাজনৈতিক পারদ। ভোটের ময়দানে লড়তে কেউ দল ছাড়ছেন আবার কেউ টিকিট না পেয়ে সরাসরি ক্ষোভ উগরে দিচ্ছেন দলেরই বিরুদ্ধে। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। লোকসভায় টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহের সুর চড়িয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহও। তাহলে কী এবার  একই পথে হাঁটতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবিরও? অবশ্য এই উত্তর সময় দেবে।