Coal Smuggling Case: অভিষেকের 'সুপ্রিম স্বস্তি', ১০ জুন পর্যন্ত ED তলবে 'না' আদালতের

দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিস্তারিত জানুন...

Coal Smuggling Case: অভিষেকের 'সুপ্রিম স্বস্তি', ১০ জুন পর্যন্ত ED তলবে 'না' আদালতের
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভা নির্বাচন পর্যন্ত বড় স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১০ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা দুর্নীতি মামলায় দিল্লিতে তলব করতে পারবে না ইডি (ED)। এই মামলায় বুধবার নিজেদের অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালে ডিভিশন বেঞ্চ। কয়লা দুর্নীতি মামলায় অভিষেকের (Abhishek Banerjee) রক্ষাকবচ বহাল রেখে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এমনকি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতেও তলব করা যাবে না। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। 

উল্লেখ্য, কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে আবেদন করেন, লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ আগামী ৪ জুলাই পর্যন্ত দিল্লিতে অভিষেককে যেন ইডি ডেকে না পাঠায়।

কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গে তিনি একজন সাংসদ। আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে থেকে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তদন্তে প্রথম থেকেই সহযোগিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির নির্দেশ মতো ১০ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন। একাধিকবার ইডির তলবে সাড়া দিয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।

আরও পড়ুন: https://www.tribetv.in/BJP-Leader-Rakesh-singh-file-case-at-calcutta-high-court-against-garden-reach-building-collapse-issue

অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত কর্মসূচীর দিনেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লি বা সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। এটা পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছিলেন অভিষেক। সেই আশঙ্কা থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যেও তাঁকে যাতে ইডি দিল্লিতে তলব না করে বা তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করে, সেই আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে।

আরও পড়ুন: https://www.tribetv.in/Sanjay-Mukherjee-is-appointed-as-new-dg-of-west-bengal-police

সেই আবেদনে সারা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচন পর্যন্ত সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। আগামী ১ জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে নির্বাচন। তার আগে অভিষেককে কয়লা পাচার মামলায় সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। কয়লা দুর্নীতি (Coal Smuggling) মামলায় ২০২৩ সালের ২১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষবার তলব করেছিল ইডি (ED)।