এসএসসি-তে রেকর্ড দুর্নীতি, সঙ্কটের মুখে ৮০০ শিক্ষকের ভবিষ্যৎ!

প্রায় ৮০০ জনের চাকরি আগামীদিনে তাঁরা কেড়ে নিতে চলেছেন স্কুল সার্ভিস কমিশন।

এসএসসি-তে রেকর্ড দুর্নীতি, সঙ্কটের মুখে ৮০০ শিক্ষকের ভবিষ্যৎ!

ট্রাইব টিভি ডিজিটাল: শিক্ষক নিয়োগে ফের বড়সড় দুর্নীতি। আগামী সপ্তাহের মধ্যেই চাকরি যেতে পারে ৮০০ জন নবম-দশমের শিক্ষকদের। রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের পথে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে নিয়োগপত্রের প্রাপক সকলেই। বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হল আদালতকে।

দুর্নীতির ঘটনা স্বীকার করে পদক্ষেপের পথে কমিশন। কার্যত স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেটা একপ্রকার মেনে নিয়ে বুধবার SSC-র চেয়ারম্যান আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন ৯৫২ জনের যে তালিকা তাঁদের ওয়েবসাইটে আছেন তাঁদের মধ্যে প্রায় ৮০০ জনের চাকরি আগামীদিনে তাঁরা কেড়ে নিতে চলেছেন। খুব শীঘ্রই তাঁরা এই বিষয়ে নোটিশ দিতে চলেছেন। তারপর ধাপে ধাপে ওই ৮০০জন শিক্ষক বা শিক্ষিকাকে তাঁরা চাকরি থকে বরখাস্ত করার পথে হাঁটতে চলেছেন বলে জানিয়েছেন SSC-এর চেয়ারম্যান। 

জানা গিয়েছে, ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে মামলাও চলছে। দেখা গিয়েছে, চাকরিপ্রার্থীদের ওএমআর শিটে বিস্তর গোলমাল রয়েছে। দেখা গিয়েছে, ওএমআর শিটে এক নম্বর আর সার্ভারে রয়েছে অন্য় নম্বর। কেউ কেউ তো পরীক্ষায় কোনও উত্তর না দিয়েও ৫৩ নম্বর পর্যন্ত পেয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে এমন সাড়ে ন’শো ‘অযোগ্য’ শিক্ষকের ওএমআর শিট প্রকাশ করেছিল এসএসসি। এবার তাদের চাকরি বাতিল করা হতে পারে বলে সূত্রের খবর।