Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষনের ঘটনায় অভয়া প্লাস প্রকল্প চালু করল রাজভবন। মেয়েদের আত্মরক্ষা করতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত করা হল। দুয়ারে সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর মত ‘জন কি বাত’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন রাজ ভবনে ‘আপনা ভারত, জাগতা বেঙ্গল’ অন্তর্গত অর্থসামাজিক কার্যক্রমের আওতায় ৯টি প্রকল্প চালু হল। এছাড়া দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালিত হল রাজ ভবনে।
ফাইল টু ফিল্ড প্রোগ্রামের অন্তর্গত দুয়ারে রাজ্যপাল প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। যার মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবেন। এছাড়া ক্যাম্পাসে রাজ্যপাল প্রকল্পের মাধ্যমে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন করবেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এছাড়া প্রতিভাশালী এবং দুস্থ ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ স্কিম সহ একাধিক নাগরিক পরিষেবা সম্পর্কিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপাল।
আরও পড়ুন: কুলতলিতে ফের ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি
আরও পড়ুন: রাজ্যে ফের শ্লীলতাহানির শিকার একাদশ শ্রেণীর ছাত্রী, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রাজভবনের কার্যকালের দুবছর পূর্তি উপলক্ষে এদিন রাজভবনের হলে ‘আপনা ভারত-জাগতা বেঙ্গল’ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠান শেষে রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে ৯ টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। তার কারণ আমি দেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমার কাছে তাদের জন্য কাজ করাটা হচ্ছে প্রাথমিক উদ্দেশে এবং লক্ষ্য। আমার কাছে আমরা ভারতের নাগরিক প্রথম। তাই প্রথম নাগরিক দ্বিতীয় নাগরিক এবং তৃতীয় নাগরিকই আমার কাছে সর্বপ্রথম। তাদের জন্য কাজ করার উদ্দেশ্যেই ‘আপনা ভারত-জাগতা বেঙ্গল’ প্রকল্প বলে জানালেন রাজ্যপাল।
একই সঙ্গে রাজ্যজুড়ে আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভ নিয়েও এদিন মুখ খোলেন রাজ্যপাল। তিনি জানান, এই বিষয় আমার নজরে এসেছে। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে তিনি মুখ্যমন্ত্রীকে লিখে জানতে চাইবেন। তবে যেহুতু একটা প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে মানুষের যাতে কোনও অসুবিধা না হয়। সেটা রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে বলে জানালেন সি ভি আনন্দ বোস।
আরও পড়ুন: দীপাবলির সকালে শহরে মিলল রক্তাক্ত দেহ, কুপিয়ে খুন এলআইসি এজেন্টকে!
অভয়া প্লাস প্রকল্প নিয়ে বলতে গিয়ে রাজ্যপাল জানান, যে মেয়েদের আত্মরক্ষা এবং সুরক্ষা জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। যাতে তারা নিজেরা নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে পারেন। তবে এদিন দুয়ারে সরকার আদলে দুয়ারে রাজ্যপাল নয় বলে পরিষ্কার জানিয়ে দিলেন। তিনি বলে এটা কারও নকল করার নয়। রাজ্যপাল নিজেদের দায়িত্ব পালন করেই নিজের কাজ করছেন। যারা রাজনীতিক দল তারা তাদের মত কাজ করে। ফলে রাজ্য সরকারের প্রকল্পের কোনও বিকল্প নেই। এটা সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে বলে জানালেন তিনি।
আরও পড়ুন: শক্তির আরাধনার মাঝেই দুর্গার আরাধনা! রক্ষিত পরিবারে দীপান্বিতা অমাবস্যায় হয় উমার বোধন
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্যপালের দায়িত্বে আন্তর্জাতিক বিষয় পড়ে না। সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। রাজ্যপালের দায়িত্ব নিজের রাজ্যের নিয়ে চিন্তাভাবনা করা আমি সেটাই করার চেষ্টা করছি। রাজ্যপাল এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও সরব হন। তিনি বলেন, দেশের সংবিধানে রাজ্যপালের ভূমিকা স্পষ্টত বলা আছে। যেটা সুপ্রিম কোর্টে ও রাজ্যপালের দায়িত্ব এবং অধিকার নিয়ে ব্যাখ্যা করে দিয়েছে। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, যাকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি দ্বারা মনোনীত করা হয়। আর যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন। দুজনই দুজনের পরস্পর। তারা একের উপরে নিজেদের প্রশংসিত করে বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।