দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, সোমবার ৪ দিনের জেলা সফরে মমতা

৪ দিনের পূর্ব মেদিনীপুর সফরে খেজুরি বিধানসভার অন্তর্গত ঠাকুরনগরে প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা আমজনতার হাতে তুলে দেবেন তিনি।

দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, সোমবার ৪ দিনের জেলা সফরে মমতা

ট্রাইব টিভি ডিজিটাল: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের ময়দানে নিজেদের ঘাঁটি শক্ত করতে জেলায়-জেলায় সফর শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। সোমবার ফের ৪ দিনের সফরে East Midnapore জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের উপকণ্ঠে সোমবার প্রশাসনিক সভা করতে চলেছেন তিনি। 

জানা গিয়েছে, ৪ দিনের পূর্ব মেদিনীপুর সফরে খেজুরি বিধানসভার অন্তর্গত ঠাকুরনগরে প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা আমজনতার হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।এছাড়াও দীঘামুখী রাজ্য সড়কের পাশে যে ময়দানে এই প্রশাসনিক সভা হচ্ছে, সেখান থেকে নন্দীগ্রাম বিধানসভার দূরত্ব মেরেকেটে দশ কিলোমিটার বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান শেষে ওইদিনই দীঘা চলে যাবেন মুখ্যমন্ত্রী। খেজুরি বিধানসভা কাঁথি মহকুমার অন্তর্গত। গত বিধানসভা ভোটে এই মহকুমার অন্তর্গত বিধানসভাগুলির মধ্যে রামনগর ছাড়া বাকি সমস্ত কেন্দ্রে জয়ী হয়েছিল গেরুয়া শিবির (BJP)। খেজুরি বিধানসভাও পদ্মফুলের দখলে রয়েছে। গেরুয়া শিবিরের পর্যবেক্ষণ, পঞ্চায়েত নির্বাচনের আগে অধিকারী গড়ে তৃণমূলের জনসমর্থন পোক্ত করতে নন্দীগ্রামের উপকণ্ঠে এই প্রশাসনিক সভার পরিকল্পনা করা হয়েছে। এদিকে 'জনসমর্থন না থাকায় পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী হয়তো প্রশাসনিক মঞ্চ থেকে কিছু বিলিবন্টন করে মন জয় করতে চাইছেন।' বলে তোপ দেগেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। 

এদিকে BJP  নেতৃত্বের এই পর্যবেক্ষণ অবশ্য খারিজ করছে তৃণমূল। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক দায়িত্বে রয়েছেন কুণাল ঘোষ। নন্দীগ্রামে গত কয়েক মাসে একাধিক 'ঘরওয়াপসি' কর্মসূচি করেছেন কুণাল। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা খেজুরিতে করার যুক্তি হিসেবে কুণাল ঘোষ বলেন ''২০১১ থেকে রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তে মমতা প্রশাসনিক সভা করেছেন। অতীতে পূর্ব মেদিনীপুরের অন্যত্রও সভা হয়েছে। তাই খেজুরিতে সভা হচ্ছে বলে বাড়তি তাৎপর্য খোঁজার অর্থ নেই।''