Calcutta High Court on Anish Khan: খারিজ পরিবারের আর্জি, আনিস হত্যাকাণ্ডে সিটের উপর আস্থা হাইকোর্টের

এর আগে আনিস খানের রহস্যমৃত্যুর নিয়ে তার পরিবারের সিবিআই (CBI) তদন্তের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। জানুন বিস্তারিত...

Calcutta High Court on Anish Khan:  খারিজ পরিবারের আর্জি, আনিস হত্যাকাণ্ডে সিটের উপর আস্থা হাইকোর্টের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: হাওড়ার ছাত্রনেতা আনিস খান মৃত্যু মামলায় নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, নিম্ন আদালতেই বিচার প্রক্রিয়া চলবে। আনিসের পরিবারের সিবিআই তদন্তের আবেদনও খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের গঠিত সিট-ই তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়ে দিল আদালত। তবে সিবিআই তদন্তের বিষয়টি আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানিতে শুনবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এর আগে আনিস খানের (Anish Khan Murder) রহস্যমৃত্যুর নিয়ে তার পরিবারের সিবিআই (CBI) তদন্তের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। আবেদনকারী পক্ষের আইনজীবী তখন আর্জি জানিয়েছিলেন, আগামী ১২ ডিসেম্বর থেকে রাজ্য সিআইডির পেশ করা চার্জশিটের ভিত্তিতে আনিসের মৃত্যু মামলার বিচারপর্ব শুরু হবে। যেহেতু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তাই, সেই ট্রায়ালের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু বিচারপতি মান্থা জানান, সেটাও তাঁর পক্ষে সম্ভব নয়। দ্রুত ট্রায়াল বন্ধের আর্জি নিয়ে তখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় আনিসের পরিবার। 

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি হাওড়ায় নিজের বাড়ির ছাদ থেকে পড়ে ছাত্র নেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুতে প্রথম থেকেই সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছিল তাঁর পরিবার। রাজ্য সরকারের তরফে সিট (SIT) গঠন করে তদন্ত শুরু করা হলেও তাদের অভিযোগ, সিআইডির (CID) তদন্তে ত্রুটি রয়েছে। চার্জশিটের একাধিক বিষয় নিয়েও তারা আপত্তি জানায়। এই মর্মে প্রথমে নিম্ন আদালতে পিটিশন ফাইল করে আনিস খানের পরিবার। কিন্তু নিম্ন আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায় (Calcutta High Court)।