ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি, সংবর্ধনা ক্রীড়ামন্ত্রীর

সোমবার দমদম বিমানবন্দরে ঘরের ছেলেকে বাড়ি নিয়ে যেতে আসেন প্রায় গোটা দেউলপুর। এলাকার কচিকাঁচা থেকে শুরু করে যুবকরা সকলেই চলে আসেন।

ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি, সংবর্ধনা ক্রীড়ামন্ত্রীর

ট্রাইব টিভি ডিজিটাল: ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি। কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ৭৩ কেজি পুরুষ বিভাগে সোনা জেতেন হাওড়া পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলি (২০)।

সোমবার রাত সাড়ে ন'টা নাগাদ তিনি জব্বলপুর হয়ে কলকাতায় ফিরে আসেন। কলকাতা বিমানবন্দরে বাংলার সোনার ছেলেকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবন বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দরে অচিন্ত্য শিউলিকে ফুলের স্তবক ও মুকুট পরিয়ে সংবর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

শুধু তাই নয়, সোমবার দমদম বিমানবন্দরে ঘরের ছেলেকে বাড়ি নিয়ে যেতে আসেন প্রায় গোটা দেউলপুর। এলাকার কচিকাঁচা থেকে শুরু করে যুবকরা সকলেই চলে আসেন বিমানবন্দরে। তাঁরা ফুল মালা সহকারে অচিন্ত্যকে বরণ করে নেয় বিমানবন্দর চত্বরে। তার আগে ঢোল বাজিয়ে চলতে থাকে তাঁদের সেলিব্রেশন। জাতীয় পতাকা নিয়ে ঢোল বাজিয়ে চলে এই উৎসাহ উদ্দীপনা। 

এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অচিন্ত্যর দাদা জানান, ভাইয়ের জন্য আজ তিনি খুবই গর্বিত। বাড়িতে ভাইয়ের প্রিয় খাওয়ার কড়াইশুঁটির কচুরি ও আলুর দম হচ্ছে। অচিন্ত্যর কোচ অষ্টম দাসও জানান, তিনিও খুবই গর্বিত। আগামীতে এশিয়াডের জন্য প্রস্তুতি নেবে অচিন্ত্য এমনটাই জানালেন তাঁর কোচ। এদিন বিমানবন্দর থেকে অচিন্ত্য শিউলি জানান, কমনওয়েলথে সোনা জিততে পেরে সে খুবই আনন্দিত। আগামীতে অলিম্পিকের কোয়ালিফাই করা তার লক্ষ্য। সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাবেন ভবিষ্যতে।