ICC ODI World Cup 2023: ইডেনে হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির আশঙ্কা! বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে কোন দল?

আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। বৃষ্টির কথা মাথায় রেখে সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ দিন রাখা হয়েছে। যদি কোনও কারণে বৃহস্পতিবার খেলা না হয়, তা হলে শুক্রবার রিজার্ভ দিন হিসাবে রয়েছে। জানুন বিস্তারিত...

ICC ODI World Cup 2023: ইডেনে হাইভোল্টেজ ম্যাচে  বৃষ্টির আশঙ্কা! বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে কোন দল?
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বিশ্বকাপের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে আজ ইডেন গার্ডেন্সে (Eden Garden) মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Aus vs SA)। এবারের বিশ্বকাপে দুই দলই দুরন্ত ছন্দে রয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা উঠতে পারে, নাকি আবারও ফাইনালের টিকিট নিজেদের দখলে নেয় অস্ট্রেলিয়া, তারই অপেক্ষায় রয়েছে ইডেন। ইতিমধ্যেই নিউজিল্যান্ডকে  হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (India ICC 2023 Final)। ১৯ তারিখ আহমেদাবাদে ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, তা আজ ইডেনেই নির্ধারিত হবে। তবে বৃষ্টির (Kolkata Weather) ভ্রুকুটি ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি করেছে। 

বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। বৃষ্টির কথা মাথায় রেখে সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ দিন রাখা হয়েছে। যদি কোনও কারণে বৃহস্পতিবার খেলা না হয়, তা হলে শুক্রবার রিজার্ভ দিন হিসাবে রয়েছে। দু'টি দিনের মধ্যে দুই দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। তা হলেই খেলার ফলাফল ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে ওভার কমলে সেখানে ডাকওয়ার্থ লুইস নিয়ম কাজে আসবে। সূত্রের খবর, যদি কোনও ভাবেই দু’দিন ধরে দু’টি দলের ২০ ওভার করে ব্যাটিং না হয় সে ক্ষেত্রে খেলা ভেস্তে যাবে। যদি খেলা ভেস্তে যায় তা হলে রাউন্ড রবিন পর্বে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল সেই দল ম্যাচ জিতবে। রাউন্ড রবিন পর্বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দু’দলেরই পয়েন্ট ছিল ১৪। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া শেষ করেছে তৃতীয় স্থানে। তাই কোনও কারণে খেলা ভেস্তে গেলে রবিবার ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বিদায় নেবে অস্ট্রেলিয়া (Australia)। 

অন্যদিকে, ওয়াংখেড়েতে বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯ তম শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। একদিনের ক্রিকেটে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে ওয়াংখেড়ের গ্যালারিতে উপস্থিত শচীন তেন্ডুলকরকে সম্মান জানিয়েছেন বিরাট। পাল্টা বিরাটকে অভিনন্দন জানাতে ভোলেননি বিরাটও। সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বিরাটকে পাল্টা অভিনন্দন জানিয়েছেন শচীন। তারপরই সোশ্যাল মিডিয়ায় বিরাটের এই কৃতিত্বে স্মৃতিরোমন্থন করতে গিয়ে শচীন লিখেছেন, 'তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ভারতীয় ড্রেসিং রুমে। আমাকে প্রণাম করা নিয়ে যখন অন্য সতীর্থরা তোমার সঙ্গে মজা করছিল, সেদিন আমি নিজের হাসি থামাতে পারিনি। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার প্যাশন এবং স্কিল দিয়ে আমার হৃদয় ছুঁয়েছ। আমি খুবই আনন্দিত যে, সেই তরুণ বালক এখন 'বিরাট' খেলোয়াড়ে পরিণত হয়েছে। একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে বলেই শুধু খুশি হইনি। বিশ্বকাপের সেমি ফাইনালের মত একটা বড় মঞ্চে এটা করায় এবং আমার ঘরের মাঠে এই রেকর্ড স্পর্শ করায় আমি উৎফুল্ল।'