কানাডায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলার অভিযোগ, নিহত ১০

James Smith Cree Nation এবং Weldon-র কাছে Saskatchewan-এ ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে।

কানাডায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলার অভিযোগ, নিহত ১০

ট্রাইব টিভি ডিজিটাল: কানাডায় ছুরি নিয়ে হামলা। অন্তত ১০ জনকে কুপিয়ে খুন। গুরুতর আহত আরও ১৫ জন। রবিবার কানাডার দুই জায়গায় ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে।

 স্থানীয় প্রশাসন সূত্রে খবর, James Smith Cree Nation এবং Weldon-র কাছে Saskatchewan-এ ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার Rhonda Blackmore জানিয়েছেন, হামলার ঘটনায় অনেকে গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইতিমধ্যেই হামলাকারী ২ যুবককে চিহ্নিত করেছে কানাডা পুলিশ। তাঁদের নাম Myles (৩১) এবং Damien Sanderson (৩০)। তাঁদের চেহারার বর্ণনাও দিয়েছে পুলিশ। ঘটনার পর কালো রঙের গাড়িতে তাঁরা চম্পট দেয়। সেই কালো চুল ও বাদামি চোখের দুই হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। 

পুলিশের তরফে জানা গিয়েছে,সন্দেহভাজন দুই ব্যক্তিই এই হামলা চালিয়েছিল। ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ডেমিয়ান ও মাইলস স্যান্ডারসন নামক বছর ৩০ ও ৩১-র ওই দুই ব্যক্তিই হামলা চালান। একাধিক ব্যক্তিকে কোপানোর পর তাঁরা একটি কালো রঙের নিসান গাড়িতে করে পালিয়ে যান। অভিযুক্তদের গ্রেফতার করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে এবং হাইওয়ে ও রাস্তাগুলিতে একাধিক চেকপয়েন্ট বসানো হয়েছে।

জানা গিয়েছে, জেমস স্মিথস ক্রি নেশনের বাসিন্দার সংখ্যা আড়াই হাজার। রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ব্ল্যাকমোর পুলিশের কাছে প্রথম ফোন আসে যে এক ব্যক্তি তাঁর প্রতিবেশীকে ছুরি দিয়ে কোপাচ্ছেন।

এরপরই একের পর এক ফোন আসতে শুরু করে। সকলেই ছুরি দিয়ে হামলার অভিযোগই জানান। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাথাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।