'পুরোটাই ভাঁওতাবাজি, বাংলায় CAA-NRC চালু করতে দেব না', CAA নিয়ে BJP-কে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। নির্দেশিকা মোতাবেক সোমবার সন্ধ্যার পর থেকেই এই আইন কার্যকর করা হয়েছে। জানুন বিস্তারিত...

'পুরোটাই ভাঁওতাবাজি, বাংলায় CAA-NRC চালু করতে দেব না',   CAA নিয়ে BJP-কে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: হাবড়া অর্থাৎ মতুয়া গড় থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সুর সপ্তমে চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোটাই ভাঁওতাবাজি। মানুষের অধিকার রক্ষায় জীবন থাকতে NRC-CAA হতে দেব না বলেও এদিন সাফ জানিয়ে দিলেন তিনি।  

 নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। নির্দেশিকা মোতাবেক সোমবার সন্ধ্যার পর থেকেই এই আইন কার্যকর করা হয়েছে। কীভাবে আবেদন করতে হবে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য তাও ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে গোড়া থেকেই তৃণমূল কংগ্রেস এই নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছে। রাজ্য সরকার যে কোনও ভাবেই CAA মানছে না হাবড়ার প্রশাসনিক সভা থেকে সেই বার্তা আরও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, 'ভোটের আগে ছলনা-বঞ্চনা সরকারের। অশান্তি ছড়ানোর জন্য বিজেপির CAA। কেন্দ্রের লাগু করা সংশোধিত আইনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।  

আরও পড়ুন: https://www.tribetv.in/Citizenship-Amendment-Act-implemented-ahead-of-Lok-Sabha-polls

 লোকসভা ভোটের আগে আচমকা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই গতকাল নবান্নে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে অভয়বানীও দেন তিনি। তারপর বলেন, 'পুরো বিষয়টি না জেনে এখনই কোনও মন্তব্য করব না। যা বলার হাবড়ার সভা থেকে বলব। মঙ্গলবার হাবড়ার সভা থেকে নিজের বক্তব্যেই অনড় রইলেন তিনি। সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা এনআরসির সঙ্গে সংযুক্ত। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তাই দরখাস্ত করার আগে বারবার ভাববেন বলেও সাবধানবানী দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।  

আরও পড়ুন: https://www.tribetv.in/hearing-of-Sheikh-Shahjahan-bail-case-was-delayed-in-Calcutta-High-Court

লোকসভার আগে আচমকা CAA কার্যকর করা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অলআউট অ্যাটাকে নেমেছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে CAA-র বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল সহ বিজেপি বিরোধী দলগুলি। CAA-র স্বচ্ছতা নিয়ে চড়ছে শাসক বিরোধী তরজা। কোথাও কোথাও দেখা দিয়েছে বিক্ষিপ্ত অশান্তির আগুন। এই আবহে এখন দেখার কেন্দ্রীয় সরকারের সংশোধনী নাগরিকত্ব আইন কতটা ফলপ্রসূ হয়!