'রক্তের হোলি খেলা চলছে রাজ্যে, দায়িত্ব পালনে ব্যর্থ নির্বাচন কমিশনার': রাজ্যপাল

বাংলায় হিংসার স্থান নেই। হিংসায় মৃত্যু, পিতৃহারা শিশুর কান্না শুনেছি। ডাবল ব্যালট ছাপানোর অভিযোগ উঠে আসছে।'' শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, কড়া হুঁশিয়ারি রাজ্যপালের।

'রক্তের হোলি খেলা চলছে রাজ্যে, দায়িত্ব পালনে ব্যর্থ নির্বাচন কমিশনার': রাজ্যপাল
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ভোটের আর মাত্র বাকি ১দিন। শনিবার রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। ভোটের ৪৮ ঘণ্টা আগে ফের রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের নিশানায় নির্বাচন কমিশন ও কমিশনার। বৃহস্পতিবার রাজভবন থেকে ভোট ইস্যুতে কমিশনারকে চরম ভৎর্সনা রাজ্যপালের। ভোটের নামে রাজ্যজুড়ে রক্তের হোলি চলছে। দিকে-দিকে হিংসার ছবি। কমিশনারকে রাজধর্ম পালনের কথা শোনালেন রাজ্যপাল। 

এদিন রাজভন থেকে বিবৃতিতে রাজ্যপাল বলেন, ''আগুন নিয়ে খেলা চলছে, মানুষের জীবন নিয়ে খেলা চলছে।  ভাঙড়,কোচবিহার, বাসন্তী, পুরুলিয়ার ঘটনার দায় কার। বাংলায় হিংসার স্থান নেই। হিংসায় মৃত্যু, পিতৃহারা শিশুর কান্না শুনেছি। ডাবল ব্যালট ছাপানোর অভিযোগ উঠে আসছে।'' শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, কড়া হুঁশিয়ারি রাজ্যপালের। নির্বাচন কমিশনের উচিত যথাযথ দায়িত্ব পালন করা। দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন নির্বাচন কমিশনার। হিংসার ছবি দেখে তিনি শঙ্কিত বলে জানান রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। 

তিনি আরও বলেন, ''কমিশনার রাজ্যবাসীকে হতাশ করেছেন। হিংসাদীর্ণ মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছেন কমিশনার? রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকায় অসন্তুষ্ট।'' পঞ্চায়েত ভোটে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। এখনও সময় আছে, অ্যাকশন নিন, হুঁশিয়ারি রাজ্যপালের। 
আনন্দ বোসের নিশানায় নির্বাচন কমিশনার। দায়িত্ব পালনে ব্যর্থ নির্বাচন কমিশনার, তোপ রাজ্যপালের। রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক দাবি রাজ্যপালের। বাংলার মাথা এখন হেঁট হয়ে যাচ্ছে। কমিশনার না পারলে রাজ্যপালই রাজধর্ম পালন করবে বলে চরম তিরস্কার রাজ্যপালের।