Siliguri News: আদিবাসী নাবালিকাকে ধর্ষন-খুনের চেষ্টা, গ্রেফতার যুবক

বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক বছর ১০-এর ওই নাবালিকাকে ধর্ষনের চেষ্টা করে। বুধবার দুপুরে ওই নাবালিকার বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষন ও  খুনের হুমকি দেয় বলে অভিযোগ

Siliguri News: আদিবাসী নাবালিকাকে ধর্ষন-খুনের চেষ্টা, গ্রেফতার যুবক
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আদিবাসী নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের বাঘাভিটা নিচালাইন এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষন ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক বছর ১০-এর ওই নাবালিকাকে ধর্ষনের চেষ্টা করে। বুধবার দুপুরে ওই নাবালিকার বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষন ও  খুনের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, এরপর ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ওই নাবালিকা। তার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন এলাকাবাসীরা।  

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন অল ইন্ডিয়া আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি বিনয় মুর্মু সহ ওয়েলফেয়ারের সদস্যরা। ঘটনাস্থলে আসেন এলাকার পঞ্চায়েত সদস্য। স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে দিনের আলোয় এক নাবালিকার উপরে এভাবে ধর্ষণের চেষ্টা তবে নারীরা কোথায় সুরক্ষিত? ছোট ছোট শিশু ও নাবালিকাদের উপরে এভাবে অত্যাচার মেনে নেওয়া যায় না। তবে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের উপর এভাবে ধর্ষণ নির্যাতন ও ধর্ষণের চেষ্টা পাশাপাশি ভয় দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়। এরপরেই খবর দেওয়া ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। নাবালিকা পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযুক্ত যুবকের নাম মুক্তিপ্রকাশ কাছোয়া (২৭)। ধৃতকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতের পাঠানো হয়। ধৃতর বিরুদ্ধে পক্সো আইনে মামলার রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।