শীত পরতেই পিকনিকে মেতে চিকিৎসকরা, লাটে উঠেছে পরিষেবা

চিকিৎসা বন্ধ রেখে চলছে মোচ্ছব! পিকনিকের আয়োজন। ঘটনার খবর জানাজানি হতেই ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দায় দায়িত্ব!

শীত পরতেই পিকনিকে মেতে চিকিৎসকরা, লাটে উঠেছে পরিষেবা

ট্রাইব টিভি ডিজিটাল: ফের সংবাদ শিরোনামে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। যেখানে রাজ্য সরকার চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজতে উদ্যোগী, সেখানে চিকিৎসা বন্ধ রেখে চলছে মোচ্ছব! পিকনিকের আয়োজন। ঘটনাটি, বীরভূমের বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।

সূত্রের খবর, বোলপুরের এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চক্ষু বিভাগে চিকিৎসা পরিষেবা বন্ধ করে চলছিল পিকনিকের আয়োজন।  শুক্রবার জেলার এই স্বাস্থ্য কেন্দ্রের চক্ষু বিভাগে চিকিৎসা করাতে আসলে দেখা যায়, কোনও ডাক্তারের দেখা নেই! অথচ সেখানে খাওয়া-দাওয়ার জন্য রমরমিয়ে রান্নাবান্নার তোরজোড়। এমন ঘটনায় সাধারণ মানুষের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে যখন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চক্ষু বিভাগে চলছে রান্নাবান্নার কাজ সেই সময় দূর-দূরান্ত থেকে আশা রোগীরা চিকিৎসা করাতে না পেরে ফিরে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। ঘটনায় ক্ষুদ্ধ রোগীর পরিজনরাও। 

 এদিকে এই বিষয়ে যারা রান্নার কাজে ব্যস্ত ছিলেন তাঁদের প্রশ্ন করা হলে তাঁরা জানান, চিকিৎসক না থাকাই রান্নার কাজ হচ্ছে এবং স্বাস্থ্য কেন্দ্রেরই স্টাফরা তাদের রান্না করার জন্য বলেছেন। আর এই ঘটনাকে নিয়ে ফের স্বাস্থ্য পরিষেবার দিকে আঙুল উঠেছে।