নারদকাণ্ডে ফের তৎপর CBI, ম্যাথু স্যামুয়েলকে তলব নিজামে

লোকসভা ভোটের মুখে হঠাৎই নারদকাণ্ডে তৎপর সিবিআই। ৪ এপ্রিল ম্যাথু স্যামুয়েলকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ সিবিআই-এর।

নারদকাণ্ডে ফের তৎপর CBI, ম্যাথু স্যামুয়েলকে তলব  নিজামে
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: ভোটের মুখে নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই (CBI)। এবার প্রাক্তন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে (Mathew Samuel) তলব করল CBI।  আগামী ৪ এপ্রিল বৃহস্পতিবার ম্যাথু স্যামুয়েলকে নিজাম প্যালেসে (Nijam Palace) হাজিরার নির্দেশ সিবিআই-এর।  

সূত্রের খবর, নারদকাণ্ডে (Narada Scam) আরও নতুন কিছু তথ্য CBI-এর হাতে এসেছে। যার সঙ্গে যোগ রয়েছে প্রাক্তন নারদ কর্তার। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ম্যাথু স্যামুয়েলকে ৪ এপ্রিল (4th April) সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ সিবিআই-এর।

আরও পড়ুন: https://tribetv.in/Old-woman-died-in-salt-lake-injured-husband-found-near-her 

ম্যাথু একজন সাংবাদিক (Journalist) । তিনি সংবাদমাধ্যম তেহলকার প্রাক্তন সম্পাদকও। তাঁর নেতৃত্বেই নারদ ‘স্টিং অপারেশন’ চালানো হয়েছিল বাংলার শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ২০১৪ সালের সেই অভিযানে গোপন ক্যামেরায় তোলা ভিডিয়োয় টাকা নিয়ে দেখা গিয়েছিল সাংসদ মুকুল রায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুলতান আহমেদ এবং তৎকালীন মন্ত্রী মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং ইকবাল আহমেদকে। তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ ওঠে নারদ মামলায়। 

আরও পড়ুন: https://tribetv.in/Train-service-disrupted-due-to-massive-fire-break-down-at-dhakuria-areas

তবে নারদ কেলেঙ্কারিতে অভিযুক্তদের তলব করেনি সিবিআই। শুধুমাত্র ম্যাথু স্যামুয়েলকেই ডেকে পাঠানো হয়েছে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে বাংলায় (West bengal), তার ঠিক ১৫ দিন আগেই হঠাৎ নারদ মামলার মূল সূত্রধরকে ডেকে পাঠানোর ঘটনা ঘিরে শুরু হয়েছে জল্পনা।