বাসে উঠলেই ১০টাকা ভাড়া দেন? বেশি দিচ্ছেন রোজ, জেনে নিন হলফনামায় কী বলল সরকার?

রোজই বাসে উঠে তর্কও হয় যাত্রী ও কন্ডাক্টরের মধ্যে। কোথাও আবার পুরোটাই গা সওয়া হয়ে গিয়েছে। তবে সরকারের তরফে বলা হয়েছে, বাড়ানো হবে না বাসের ভাড়া। ৪ বছর আগের বেঁধে দেওয়া ভাড়াই নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। আদালতের হলফনামা দিয়ে জানানো হল সরকারের তরফে।

বাসে উঠলেই ১০টাকা ভাড়া দেন? বেশি দিচ্ছেন রোজ, জেনে নিন হলফনামায় কী বলল সরকার?
রোজই বাসে উঠে তর্কও হয় যাত্রী ও কন্ডাক্টরের মধ্যে। কোথাও আবার পুরোটাই গা সওয়া হয়ে গিয়েছে। তবে সরকারের তরফে বলা হয়েছে, বাড়ানো হবে না বাসের ভাড়া। ৪ বছর আগের বেঁধে দেওয়া ভাড়াই নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। আদালতের হলফনামা দিয়ে জানানো হল সরকারের তরফে।