স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর! সল্টলেকে হাড়হিম করা হত্যাকাণ্ড

সল্টলেকে কাউন্সিলরের বাড়ির পাশেই বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু! শৌচাগার থেকে উদ্ধার চিকিৎসক-পত্নীর রক্তাক্ত দেহ। ডাইনিং রুম থেকে মিলেছে সংজ্ঞাহীন অবস্থায় বৃদ্ধ স্বামীর দেহ।

স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর! সল্টলেকে হাড়হিম করা হত্যাকাণ্ড
ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: সল্টলেকে হাড়হিম করা হত্যাকাণ্ড (Murder)। শৌচাগার থেকে উদ্ধার চিকিৎসক-পত্নীর রক্তাক্ত দেহ। ডাইনিং রুম থেকে মিলেছে সংজ্ঞাহীন অবস্থায় বৃদ্ধ স্বামীর দেহ। তবে কী স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর! তদন্তে নেমেছে পুলিশ (Police)।

বুধবার সকালে পরিচারিকা বাড়িতে ঢুকেই দেখতে পান বৃদ্ধ স্বামী ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ। পরিচারিকার চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি পুলিশ এসে উদ্ধার করে মন্দিরা মিত্র (Mandira mitra) ও তাঁর স্বামী যদুনাথ মিত্রর (Jodunath mitra) দেহ। দুজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/CBI-raids-in-TMC-Candidate-Mahua-Moitra%E2%80%99s-house

সূত্রে খবর, পেশায় চিকিৎসক যদুনাথ মিত্র তাঁর স্ত্রী মন্দিরা মিত্রকে নিয়ে সল্টলেকের তিন নম্বর সেক্টরের জিসি ব্লকে (GC Block) থাকতেন। বুধবার বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মন্দিরা মিত্রর গলায় কাটা দাগ। পাশেই মেলে একটি রক্তমাখা ছুরি। বাড়ি থেকে ৭৮ বছর বয়সের যদুনাথকেও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। যদুনাথকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘর থেকেই মিলেছে একটি সুইসাইড নোট।

পুলিশের প্রাথমিক সূত্রে অনুমান, বৃদ্ধা স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন যদুনাথ মিত্র। মানসিক অবসাদ থেকেই খুন করেছে বলেই অনুমান করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান সুজিত বসু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।