CBI স্ক্যানারে মহুয়া মৈত্র, সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি

সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত মহুয়া মৈত্র বাড়িতে সিবিআই হানা। আলিপুরে ‘রত্নাবলী’ আবাসনে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক

CBI স্ক্যানারে মহুয়া মৈত্র, সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি
ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভার মুখে তৃণমূলের একের পর এক নেতার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার কৃষ্ণনগর (krishnanagar) কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআই (CBI)। সকাল ৭ টা নাগাদ কলকাতার (kolkata) আলিপুরের বাসস্থানে যায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান। 

প্রসঙ্গত, সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সাংসদ (MP) পদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র (Mahua Moitra)। তারপরও ২৪'এর লোকসভার কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়াকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সিবিআইয়ের সূত্রে খবর, ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নকাণ্ড মামলাতেই আলিপুরে ‘রত্নাবলী’ আবাসনে তল্লাশি চালাচ্ছে সিবিআই (CBI)। ওই আবাসনের ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দ্বীপেন্দ্রলাল মৈত্র (Dipendralal Moitra)। 

সংসদে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত ১৯ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘গুরুতর’ বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। এর পর সিবিআইয়ের তরফে মহুয়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়। তারপরেই মহুয়ার বাবার আলিপুরের ফ্ল্যাটে হাজির হল সিবিআইয়ের দল।