Draupadi Murmu Update: ২ দিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , শহরের একাধিক পথে যান নিয়ন্ত্রণ

এদিকে নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলেই রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতি মুর্মুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

Draupadi Murmu Update: ২ দিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ,  শহরের একাধিক পথে যান নিয়ন্ত্রণ

ট্রাইব টিভি ডিজিটাল: ২ দিনের কলকাতা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এলেন দ্রৌপদী মুর্মু। দু'দিনের এই বঙ্গসফরে (West Bengal) সোমবার সকাল ১১টা ৪৮ মিনিট নাগাদ দমদম বিমান বন্দরে এসে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন বিমানবন্দরে সেনার তরফে তাঁকে দেওয়া হয় গার্ড অফ অনার। তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে রওনা দেন রেসকোর্সে। সেখান থেকে গাড়িতে তিনি যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসস্থান নেতাজি ভবনে। নেতাজির স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন রাষ্ট্রপতি মুর্মু। এর পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

এদিকে নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলেই রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতি মুর্মুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান উপলক্ষে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূলত তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কলকাতায় গত কয়েক দিন ধরেই সাজসাজ রব। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। শহরের (Kolkata Traffic) একাধিক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার কোথায় কোথায় যান চলাচলে রাশ টানা হবে, তা-ও জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। 

আরও জানা গিয়েছে, রাষ্ট্রপতির এই সফরের মধ্যেই অনশন প্রত্যাহারের ২৪ ঘণ্টার মধ্যে নয়া পদক্ষেপ। এবার ডিএ ইস্যুতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গণ ই-মেল ডিএ (DA) আন্দোলনকারীদের। সোমবার মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ই-মেল করবেন তাঁরা। কেন্দ্রীয় হারে ডিএ (DA) দেওয়ার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ (West Bengal)। দীর্ঘদিন ধরে ধর্মতলার শহিদ মিনারে তাঁদের আন্দোলন চলছে। মাস খানেক আগে তাঁরা অনশনও শুরু করেছিলেন। অনশনের জেরে দু, একজন আন্দোলনকারী অসুস্থও হয়ে পড়েন। সেসবের জেরে এবার অনশন (Hunger Strike) প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা। শনিবার তাঁদের তরফে ঘোষণা করা হয়েছে, অনশন প্রত্যাহার করা হল, তবে আন্দোলন জারি থাকবে।