শহরজুড়ে ED হানা , তল্লাশি জারি একাধিক হাইপ্রোফাইল ব্যক্তির বাসভবনে

কলকাতা ছাড়িয়ে জেলাতেও ED-র হানা৷ বুধবার হাওড়ার জগাছা থানা এলাকায় চিটফান্ড কর্তার বাড়িতে তল্লাশি চালায় ইডি-আধিকারিকরা

শহরজুড়ে ED হানা , তল্লাশি জারি একাধিক হাইপ্রোফাইল ব্যক্তির বাসভবনে

ট্রাইব টিভি ডিজিটাল: চিটফান্ড মামলায় ফের শহর জুড়ে তল্লাশি ইডির। বুধবার সকালে ইডি আধিকারিকরা তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে ৩ টি জায়গায়। তার মধ্যে রয়েছে এক আইনজীবী ও এক ব্যবসায়ীর বাড়ি।

জানা গিয়েছে, এবার কলকাতা ছাড়িয়ে জেলাতেও ED-র হানা৷ বুধবার হাওড়ার জগাছা থানা এলাকায় চিটফান্ড কর্তার বাড়িতে তল্লাশি চালায় ইডি-আধিকারিকরা৷ পিনকন এবং টাওয়ার গ্রুপের কর্ণধারদের বাড়িতেই চলছে এই তল্লাশি৷ এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷ আয় সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ এর জন্য হাজির হন তাঁরা। টাওয়ার গ্রুপে কর্ণধার  রামেন্দু চট্টোপাধ্যায় আপাতত রয়েছেন জেলে। এদিন সকাল থেকেই ইডির আধিকারিকরা টাওয়ার গ্রুপের কর্নধার রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বাড়ির সামনে মোতায়েন আছে কেন্দ্রীয় বাহিনী। সাধারণত চিটফান্ড কান্ডে এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাওড়ার জগাছার ধাড়সায় রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন। 

চিটফান্ড কান্ডে আয় বহির্ভূত বিষয়টি খতিয়ে দেখার জন্য এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই হানা বলে সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, কলকাতা ও শহরের মোট ১০টি জায়গায় চলছে এই ED তল্লাশি। চিটফান্ড সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। শোনা যাচ্ছে, এই প্রথম নয়। এর আগেও আলিপুরের বর্ধমানের রোডের ওই আইনজীবী ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়েছিলেন। সূত্রের খবর, চিটফান্ড মামলায় একাধিক প্রভাবশালীর হয়ে আইনি লড়াই লড়েছিলেন এই আইনজীবী। তাঁর কাছে লেনদেনের তথ্যও রয়েছে বলে অনুমান ইডি আধিকারিকদের। সেই কারণেই এই তল্লাশি। এদিন বেশ কিছু নথি দেখিয়ে ওই আইনজীবীকে জেরা করা হচ্ছে বলে খবর।