Recruitment Scam: SSC-এর বিচারপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ কল্যাণের

অনিন্দ্য মিত্র, বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী :- CBI এখন আর কোনও নিরপেক্ষ সংস্থা নয়। গাজিয়াবাদ থেকে প্রাপ্ত তথ্য এবং তিনটি হার্ড ডিস্ক আদালতে পেশ করল CBI। বিস্তারিত পড়ুন...

Recruitment Scam: SSC-এর বিচারপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ কল্যাণের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: এসএসসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি। এসএসসিতে-শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের দেওয়া নথি মামলাকারী সহ অন্যান্য সব পক্ষ যদি দেখতে চায় তাহলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪.৩০ এর মধ্যে তাদেরকে সিবিআইয়ের কাছে আবেদন জানাতে হবে। ১৯ তারিখ মামলার পরবর্তী শুনানি। সোমবার সিবিআইয়ের তরফে ইলেকট্রনিক ডকুমেন্টস আদালতে দাখিল করা হয়। তারপরই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী:-- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই হুবহু আচরণ করছে ডিভিশন বেঞ্চ। পার্থক্য শুধু একটাই জায়গায়, বিচারপতি গঙ্গোপাধ্যায় সময় বেঁধে দিয়ে গ্রেফতার করতে বলতেন, ডিভিশন বেঞ্চ সেটা বলছে না। সিঙ্গেল বেঞ্চে বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং CBI যা বলত সেটাই শোনা হত। এখানেও তাই হচ্ছে। যদি আগে জানতাম যে এভাবে শুনানি পরিচালিত হবে তাহলে আমি এই মামলায় দাঁড়াতাম না। যদি এই ডিভিশন বেঞ্চ মনে করে যে সম্পূর্ন বিচারপ্রক্রিয়া ( ট্রায়াল) এখানে হবে, তাহলে আমরাও তদন্তকারী আধিকারিককে এখানে  জিজ্ঞাসাবাদ করতে চাই। ২০১৬ র নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নিজেদের সার্ভারে উপলব্ধ তথ্য আদালতে জমা দিল স্কুল সার্ভিস কমিশন। প্যানেল, ওয়েটিং লিস্ট এবং চারটি কম্প্যাক্ট ডিস্ক জমা দিল এসএসসি।

অনিন্দ্য মিত্র, বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী :- CBI এখন আর কোনও নিরপেক্ষ সংস্থা নয়। গাজিয়াবাদ থেকে প্রাপ্ত তথ্য এবং তিনটি হার্ড ডিস্ক আদালতে পেশ করল CBI। 

বিল্লদল ভট্টাচার্য, সিবিআই আইনজীবী:-- এই হার্ড ডিস্কের মধ্যে ৫০ লক্ষ পৃষ্ঠা রয়েছে। এই হার্ডডিস্ক গুলি হায়দরাবাদ থেকে আমাদের কাছে ফেরত এসেছে। আমরা এগুলিকে অন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাবো। এগুলি সিল করা আছে। খুলতে গেলে বিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র আদালতের নির্দেশে আমরা এগুলি আদালতে পেশ করেছি।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়:-- CBI এর এই অবস্থানের আমরা বিরোধিতা করছি। 

আদালতের নির্দেশ:- যাঁরা নিজেদের OMR শিট দেখতে চান, তাঁরা আইনজীবীর মাধ্যমে আগামীকাল বিকাল সাড়ে চারটার মধ্যে CBI এর কাছে আবেদন করবে। আদালতের কাছে পেশ করা এসএসসি এবং CBI এর নথি কেউ দেখতে চাইলে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে। 
 
অনিন্দ্য মিত্র:-- এখনও একাদশ-দ্বাদশের OMR কোথাও প্রকাশিত হয়নি। এই নির্দেশ দেওয়া হলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। 

বিচারপতি দেবাংশু বসাক:-- মামলার সঙ্গে যুক্ত কোনও পক্ষ যদি কোনও নথি পেশ করতে চায় তাহলে সেটা গ্রহণ করার ক্ষমতা আদালতের আছে। ১৯ শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।