Lok Sabha Election 2024: শিয়রে লোকসভা, রাজ্য ভিত্তিক টিম তৈরি BJP-র

এবারের লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিজেপি (BJP) নেতৃত্ব। এরাজ্যে থেকে ৩৫ আসনের লক্ষমাত্রা দিয়েছেন অমিত শাহ। জানুন বিস্তারিত...

Lok Sabha Election 2024: শিয়রে লোকসভা, রাজ্য ভিত্তিক টিম তৈরি BJP-র
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 ) রাজ্য ভিত্তিক টিম তৈরি করে ফেললো বিজেপি (BJP)। যার  পোষাকি নাম ' ২১ সেনাপতি'। এরাজ্যের দায়িত্বে যারা ছিলেন তারাই থাকছে। মঙ্গল পান্ডে, আশা লেড়কা,অমিত মালব্যের হাতে থাকছে কেন্দ্রীয় দায়িত্ব।  বাকি রাজ্যগুলির মধ্যে কেরলে প্রকাশ জাভেতকার,তামিলনাড়ুতে অরবিন্দ মেনন,উত্তরাখণ্ডের দায়িত্বে দুষ্মত গৌতম। 

এবারের লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিজেপি (BJP) নেতৃত্ব। এরাজ্যে থেকে ৩৫ আসনের লক্ষমাত্রা দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর,  এই অবস্থায় লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় তরফে  নির্বাচন টিম তৈরি করেছে পদ্ম শিবির।  উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এরাজ্যের দায়িত্ব প্রাপ্ত কৈলাশ বিজয়বর্গীকে কোনও রাজ্যের দায়িত্ব দেওয়া হয়নি। 

পশ্চিমবঙ্গের দায়িত্বে মঙ্গল পান্ডে,অমিত মালব্য,আশা লরকা। বিহারের দায়িত্বে বিনোদ তাবড়ে ও সাংসদ দিপক প্রকাশ। কেরলে শ্রী প্রকাশ জাভেদকর। উড়িশ্যায় সাংসদ বিজয়পাল শিং তোমর ও বিধায়ক লতা উসেডি। পাঞ্জাবে বিধায়ক বিজয়ভাই রুপানী ও নরিন্দর শিং। তামিলনাড়ুতে আরবিন্দ মেনন ও সুধাকর রেড্ডি। উত্তর প্রদেশে বেজয়ত পান্ডা। সিকিমে ডা দিলীপ জয়স ওয়াল।উত্তরাখন্ডে দুষ্মন্ত কুমার গৌতম। মধ্যপ্রদেশে ডা ডা মহেন্দ্র শিং ও সতীশ উপাধ্যায়। কর্ণাটক -সাংসদ রাধামোহন দাস আগরওয়াল ও সুধাকর রেড্ডি। গোয়ায় -আশীষ সুদ। চন্ডীগড়ে -বিজয়ভাই রুপানী। হরিয়ানায় সাংসদ বিপ্লব কুমার দেব ও সাংসদ সুরেন্দ্র নাগর। ঝাড়খন্ডে -সা়ংসদ লক্ষীকান্ত বাজপেয়ী। পন্ডিচেরীতে -নির্মল কুমার সুরাণা।

প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৯৬ কোটি। তার মধ্যে মহিলা ভোটার প্রায় ৪৬ কোটি। দায়িত্ব প্রার্থী এই নেতাদের হাতেই থাকছে রাজ্য ভিত্তিকভাবে ইস্যু তৈরি করা,সাংগঠনিক দূর্বলতা বুঝে সমস্যার সমাধান করা এবং কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া।