Kolkata Tram: নতুন রূপে ফিরছে কলকাতার ঐতিহ্য, রাস্তায় ছুটবে রঙিন ট্রাম

শহর কলকাতা থেকে কোনও দিনই ট্রামকে তুলে নেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের নেই।  বিস্তারিত জানতে আরও পড়ুন...

Kolkata Tram: নতুন রূপে ফিরছে কলকাতার ঐতিহ্য, রাস্তায় ছুটবে রঙিন ট্রাম
পুজোয় এভাবেই সেজে উঠেছে কলকাতা ট্রাম (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শারদ উৎসবে শহর কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে (Kolkata Tram) আমজনতার কাছে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হল রাজ্য পরিবহন দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে শহর কলকাতার ট্রামগুলিকে নতুন রঙে রাঙিয়ে তুলে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলার কাজ শুরু হল। রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাশীষ চক্রবর্তী ও ডব্লু বি টি সি এর চেয়ারম্যান মদন মিত্রের উপস্থিতিতে ধর্মতলার ট্রাম টার্মিনাসে রঙিন ট্রামের শুভ সূচনা হল পঞ্চমীতে। উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের উচ্চপদস্থ আধিকারিকরাও। 

এদিন ট্রামের শুভ সূচনা করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ''শহর কলকাতায় ঐতিহ্যবাহী ট্রাম চালানোর ইচ্ছে থাকলেও যেহেতু রাস্তায় পর্যাপ্ত জায়গা নেই ও যানবাহনের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। তাতে যানজটের সৃষ্টি হচ্ছে। এর মাঝে শহরের অত্যন্ত জনবহুল এলাকাগুলি থেকে কিছু ট্রামের রুট তুলে নেওয়া হবে। যদিও বাকি রুটগুলিতে ট্রাম শুধু চালানোই নয় আকর্ষণীয় রঙে রঙিন ভাবে তাকে রাঙিয়ে এই ট্রামগুলি মানুষের আনন্দ উপভোগ করার জন্য চালানো হবে।'' পাশাপাশি তিনি এ বিষয়টিও পরিষ্কার করে দিয়েছেন, যে শহর কলকাতা থেকে কোনও দিনই ট্রামকে তুলে নেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের নেই। 

আজ পঞ্চমী। সময় যত গড়াচ্ছে ততই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার বাড়ছে। উত্তর থেকে দক্ষিণ আমজনতার ঢলে রাজপথ গমগম করছে (Durga Puja 2023)। কোথাও থিম তো কোথাও সাবেকিয়ানার ছোঁয়ায় ফুটে উঠেছে পুজো মণ্ডপ। জেলা থেকে শহর বাংলার দুর্গা পুজো (West Bengal Festivals) মানেই অভিনব, নতুনত্বের আঙ্গিক মেশানো থাকবে না, তাই আবার হয়য় নাকি! শহর থেকে মফস্বল চমকে দেওয়া থিমে একে অপরকে টেক্কা দিচ্ছে বারোয়ারি পুজোগুলো। এর মধ্যেই ভ্রাম্যমাণ ট্রামে মাদুর্গার আরাধনায় দর্শনার্থীদের মুগ্ধ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডস ফাউন্ডেশন। তাদের বিষয় ভাবনা রিফিউজি। পুজোয় শামিল করা হয়েছে রূপান্তরকামীদের। এমনকী মায়ের চক্ষুদানও করেন রূপান্তরকামীরা। পুজোর উদ্বোধন করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। 

একদিকে ঐতিহ্যবাহী ট্রামে দুর্গাপুজো। তার উপর পুজোর থিম রিফিউজি দুর্গা। কালান্তক দেশভাগের পর দেবী দুর্গা এসেছেন কলকাতায়। সঙ্গে ছোট ছোট চার সন্তান। নেমেছেন শিয়ালদহ স্টেশনে। সদ্য শহরে এসে মাথা গোঁজার ঠাঁই পাননি। তাকে চিনে ফেলেছেন ভক্তরা। তাঁরাই ট্রামে যাতায়াতকারী দেবীকে সাদরে পুজো করছেন। এভাবেই সাজিয়ে তোলা হয়েছে ট্রামটিকে। সব মিলিয়ে দর্শনার্থীদের মন কাড়ছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডস ফাউন্ডেশনের পুজো।