মার্চের তিনদিন বাংলায় প্রধানমন্ত্রী, মুখ ঢেকে মোদির সভায় থাকবেন মহিলারা

মার্চের শুরুতে রাজ্যে তিনটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, ১ মার্চ শুক্রবার হুগলির আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী। আরও জানুন...

মার্চের তিনদিন বাংলায় প্রধানমন্ত্রী,  মুখ ঢেকে মোদির সভায় থাকবেন মহিলারা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আগামী ১ মার্চ বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য। আর এরইমধ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে সম্ভবত আরামবাগেই তাঁর প্রথম সভা হতে চলেছে। সন্দেশখালি ইস্যুতে সরগরম বঙ্গরাজনীতি। আঁচ ছড়িয়েছে জাতীয় রাজনীতিতেও। এবার বিজেপির সন্দেশখালি অস্ত্রে শান দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, নির্বাচনের প্রচার বাংলা থেকেই শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 মার্চের শুরুতে রাজ্যে তিনটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, ১ মার্চ শুক্রবার হুগলির আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী। পরের দিন অর্থাৎ ২ মার্চ তিনি যাবেন কৃষ্ণনগরে। সেখানেও জনসভা করতে পারেন মোদি। নির্বাচনের আগে সন্দেশখালিকে হাতিয়ার করে আগামী ৬ মার্চ বুধবার উত্তর ২৪ পরগনার বারাসতে মহিলা ন্যায় সমাবেশেও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, বারাসতের কাছারি ময়দানে শুধুমাত্র সন্দেশখালির অত্যাচারিত মহিলাদের জন্য তৈরি করা হবে আলাদা মঞ্চ। সেখানেও মহিলারা মুখ ঢেকে উপস্থিত হবেন। মুখ ঢাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন সন্দেশখালিকাণ্ডের মহিলারা। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Chief-Justice-of-calcutta-hc-directs-to-lawyers-look-into-complaints-about-Sandeshkhali-in-panchayat-polls-2023

নরেন্দ্র মোদি বাংলায় এলেও শোনা যাচ্ছে, বাতিল হতে পারে শাহের বঙ্গ সফর। ২৮ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী ২৯ ফেব্রুয়ারি ইস্কন মন্দির ও কৃষ্ণনগরে জনসভা করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খালিস্তানি মন্তব্যে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। সেই অস্বস্তি এড়াতেই কি বঙ্গ সফর এড়িয়ে যাচ্ছেন অমিত শাহ। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/The-demand-for-deployment-of-central-forces-in-Sandeshkhali-the-hearing-was-postponed

এদিকে, বিগত নির্বাচনগুলিতে মহিলাদের একটা বড় অংশের সমর্থন পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সেই মহিলা ভোটব্যাঙ্কে ভাগ বসানোটায় এখন বড় চ্যালেঞ্জ পদ্ম শিবিরের কাছে। সে কথা মাথায় রেখেই মহিলা ন্যায় সমাবেশে প্রধানমন্ত্রীকে হাজির করানোটা বঙ্গ বিজেপির নতুন কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।