'স্বামী বিবেকানন্দ রূপে ফিরে এসেছেন নরেন্দ্র মোদী' বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

স্বামী বিবেকানন্দই পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছেন নরেন্দ্র মোদী রূপে, দাবি তাঁর। এই মন্তব্যের জেরে প্রবল কটাক্ষের শিক্ষার রাহুল সিনহা।

'স্বামী বিবেকানন্দ রূপে ফিরে এসেছেন নরেন্দ্র মোদী' বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

ট্রাইব টিভি ডিজিটাল: শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বছর ঘুরলেই বেজে যাবে ভোটের দামামা। তার আগে নিজ, নিজ ময়দান শক্ত করতে এখন থেকেই আসরে নেমে পড়েছে শাসক-বিরোধি উভয় শিবিরই। এমনকি তর্কে-বিতর্কে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এতসবের মধ্যে ফের নতুন করে বিতর্ক তৈরি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল সিনহার বেফাঁস মন্তব্য ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে দলের অন্দরে। এমনকি তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসক দল তৃণমূল। 

ঠিক কী বলেছেন বিজেপি নেতা? জানা গিয়েছে, স্বামী বিবেকানন্দই পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছেন নরেন্দ্র মোদী রূপে, দাবি তাঁর। এই মন্তব্যের জেরে প্রবল কটাক্ষের শিক্ষার রাহুল সিনহা। কিছুদিন আগে রানি রাসমনির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। তা নিয়ে কম জলঘোলা হয়নি। কার্যত একই পথে হেঁটে এবার বিতর্কে জড়ালেন রাহুল সিনহা। রবিবার বিজেপি নেতা দাবি করে বলেন, ''স্বামী বিবেকানন্দ নাকি ফিরে এসেছেন। তাঁর পুর্নজন্ম হয়েছে নরেন্দ্র মোদী রূপে।'' এদিন রাহুল আরও বলেন, ''মোদীজি যেভাবে মানুষের জন্য ভাবেন, কাজ করেন। তা দেখেই বোঝা যায় যে, স্বামীজি ফিরে এসেছেন মোদীজির রূপে।''

অন্যদিকে, এই মন্তব্যের জেরে প্রবল কটাক্ষের শিকার হন রাহুল সিনহা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ''ওকে এখনই মানুষিক রোগী ঘোষণা করে ব্যবস্থা করা হোক। যিনি বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে হারেন। প্রায় দশবার হেরে গিয়েছেন। ওনার মাথা তো এমনিতেই গিয়েছে।'' শুধু তাই নয়, এরপরই তাচ্ছিল্যের সুরে কুণাল ঘোষ আরও বলেন, ''এরা নাকি বিজেপির মুখ! এ তো বদ্ধ উন্মাদ। এমনতিই শুভেন্দুর চাহনি ভালো না। তার মধ্যে এরা যদি জোটে…।'' তৃণমূল মুখপাত্রের দাবি, এধরনের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে দলকে।