ফের শ্যুটআউট, নিহত ১ খাদান কর্মী

একের পর এক প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনা ঘটে চলেছে রাজ্যে। কয়েকদিন আগেই প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

ফের শ্যুটআউট,  নিহত ১ খাদান কর্মী

ট্রাইব টিভি ডিজিটাল: ফের শ্যুট আউটের ঘটনা রাজ্যে। এক পাথর খাদান কর্মী ও এক স্কুল শিক্ষককে লক্ষ্য করে চলল গুলি। ঘটনায় নিহত পাথর খাদান কর্মী ধনু শেখ। অপর ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মহম্মদ বাজারের হাবড়া পাহাড়িতে। ঘটনায় একজনকে আটক করেছে মহম্মদ বাজার থানার পুলিশ। 

সোমবার রাত্রে ঘটনাটি ঘটেছে, বীরভূমের মহম্মদ বাজারের হাবড়া পাহাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা ধনু শেখ হাবড়া পাহাড়ির একটি খাদানে কাজ করত। এদিন রাত্রে ধনু এবং স্থানীয় একজন স্কুল শিক্ষক ধনা হাঁসদা হাবড়া পাহাড়ির একটি ক্লাবের পাশে বসেছিল। সেই সময় এক দুষ্কৃতী সাইকেলে করে এসে গুলি করে বলে অভিযোগ। গুলি ধনুর বুকে লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ধনা হাঁসদার পিঠে গুলি লাগে। তাঁকে গুরুতর আহত অবস্থায় মধ্য রাতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনায় একজনকে আটক করেছে মহম্মদ বাজার থানার পুলিশ।

 তবে ঠিক কী কারণে এই শ্যুট আউটের ঘটনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে মহঃ বাজার থানার পুলিশ। কোনও ব্যবসায়িক শত্রুতা নাকি ব্যক্তিগত বিবাদের জেরে ওই দুই ব্যক্তি গুলি করে মারার চেষ্টা হয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অনুমান, দুষ্কৃতী দু'জনেরই পূর্বপরিচিত। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশ থেকেও গুলি চালানো হতে পারে।

 প্রসঙ্গত, একের পর এক প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনা ঘটে চলেছে রাজ্যে। কয়েকদিন আগেই প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গভীর রাতে সোনারপুরে কামরাবাদ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় লাল্টু হাজরা নামে এক যুবকের দেহ। ঘটনাস্থল থেকে পুলিশ খুঁজে পায় গুলির খোল এবং দু’রাউন্ড গুলিও।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ওই যুবককে খুব কাছ থেকে পেটে ও হাতে গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পরিবারের অভিযোগ ছিল, যুবকের বন্ধুদের মধ্যেই কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মাস খানেক আগেই দুই দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষে গুলি চলে খোদ কলকাতায়। দুই দুষ্কৃতী দলের সংঘর্ষের ফলে গুলি চালানোর ঘটনাটি ঘটে বন্ডেল গেট এলাকায়। ঘটনায় দুইজনকে গড়িয়াহাট পুলিশ গ্রেফতার করে।