বকেয়া বন্ধের প্রতিবাদ, জেলায়-জেলায় ধর্নার ডাক তৃণমূলের

কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যুকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের। আগামী ৯ ফেব্রুয়ারি ধর্না কর্মসূচির ডাক দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস।  

বকেয়া বন্ধের প্রতিবাদ, জেলায়-জেলায় ধর্নার ডাক তৃণমূলের
ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়

ট্রাইব টিভি ডিজিটাল: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে দু দিনের ধর্না কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের লড়াইয়ে নামছে তৃণমূল। তাই পাহাড় থেকে সাগর একেবারে বুথস্তর থেকে দলকে ভোটের ময়দানে সর্বশক্তিতে নামিয়ে আনতে শুক্রবার ধর্না মঞ্চ থেকে ফের নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।  

লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ধর্না। তবে ৪৮ ঘণ্টার এই ধর্না কর্মসূচিতেই থেমে থাকছে না রাজ্য তৃণমূল কংগ্রেস। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় ধর্না কর্মসূচি নিয়ে ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামী ৪ ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের টাকা, আবাসের টাকা না দেওয়ার প্রতিবাদে ফের ধর্নায় বসবে তৃণমূল যুব কংগ্রেস। ৫ ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদের তরফেও ডাকা হয়েছে ধর্না কর্মসূচি। ৬ ফেব্রুয়ারি ধর্নায় বসবে তৃণমূল মহিলা কংগ্রেস। ওই একই দিনে ধর্নায় বসবে তৃণমূল ট্রেড ইউনিয়নও।

কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যুকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের। আগামী ৯ ফেব্রুয়ারি ধর্না কর্মসূচির ডাক দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস।  ১০ ফেব্রুয়ারি ধর্নায় বসতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস। ১১ ফেব্রুয়ারি ধর্নায় বসবেন হাওড়া জেলার তৃণমূল বিধায়করা। সূত্রের খবর, বিধানসভায় অধিবেশন চলাকালীন বিধায়করা হাউসেই থাকবেন। অধিবেশনের পরে ধর্নায় যোগ দেবেন তাঁরা। ১২ ফেব্রুয়ারি ধর্না কর্মসূচি রয়েছে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের। এছাড়াও ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ধর্না কর্মসূচি রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে বলা যেতে পারে বাংলার বকেয়া পাওনা-গণ্ডার দাবি জানিয়ে লোকসভার আগে জোরকদমে ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।