Abhishek Banerjee News: সিবিআই দফতরে হাজিরার আগেই সুপ্রিমে অভিষেক

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধায়ের দায়ের করা মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বদলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায়।

Abhishek Banerjee News:  সিবিআই দফতরে হাজিরার আগেই সুপ্রিমে অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যা (ছবি সৌজন্যে-ফেসবুক)

ট্রাইব টিভি ডিজিটাল: আগেই চেয়েছিলেন অব্যহতি। কিন্তু মেলেনি স্বস্তি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত Kuntal Ghosh দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। চিঠির মাধ্যমে আদালতে অভিযোগও জানান কুন্তল। সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারে বলেই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি।

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধায়ের দায়ের করা মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বদলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায়। আর তারপরই এদিন CBI দফতরে হাজিরা দেওয়ার আগেই কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি।  দ্রুত শুনানির আরজি জানান তিনি।  
এদিকে নোটিশ আগেই পাঠানো হয়েছিল। সেইমত শনিবার সকাল ১০টা ৫৮ মিনিটে নিজাম প্যালেসে CBI দফতরে হাজিরা দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি ডায়মণ্ডহারবারের TMC সাংসদ। জিজ্ঞাসাবাদে ৪ অফিসার নিয়ে দল গঠন করেছে সিবিআই। শুধু তাই নয়, ভিডিয়োগ্রাফির মাধ্যমে তার বয়ান রেকর্ড করা হবে বলেও জানা গিয়েছে।  

সূত্রের খবর, কুন্তলের চিঠি মামলায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একদিকে যেমন প্রশ্নমালা তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তেমনই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য দলে রয়েছে SP ও DSP মর্যাদার অফিসার। রয়েছেন ২ জন ইন্সপেক্টরও। এদিন সকাল ঠিক ১১ টাতেই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালো শার্ট আর জিনস পরে গাড়ি থেকে নেমে তিনি সোজা চলে যান ভিতরে। হাত জোড় করে হাসিমুখেই প্রবেশ করতে দেখা যায় তাঁকে। সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, 'বেরিয়ে বলব।' নিজামে তিনি একা নন তৃণমূল সাংসদের সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী সঞ্জয় বসুও। 

অন্যদিকে, শনিবার সকালে নিজাম প্যালেসে পৌঁছনোর আগে সিবিআই-কে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একদিনের নোটিসে চিঠি দেওয়ায় বিস্মিত তিনি। সেকথা উল্লেখ করেছেন চিঠির প্রথম অংশেই। তিনি যে হাজিরা দেবেন, সে কথাও জানিয়েছেন অভিষেক। শুধু তাই নয়, তিনি আরও উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটশন করেছেন তিনি। চ্যালেঞ্জ করেছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে। জানা গিয়েছে, অভিষেকের হাজিরার আগেই সিবিআই দফতরের সামনে উপস্থিত হন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসার। উপস্থিত ছিলেন অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। শুধু তাই নয়, অভিষেকের সিবিআই হাজিরা ঘিরে নিজাম প্যালেসে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।