Panchayet Election 2023: 'তৃণমূলের দয়ায় পঞ্চায়েত ভোটে বাংলায় নতুন আতঙ্ক': অধীর

রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। ভোট ঘোষনার পরদিনই শুরু অশান্তি। জেলায় জেলায় মনোনয়ন জমা দেওয়া নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শাসক- বিরোধী উভয় শিবির।

Panchayet Election 2023: 'তৃণমূলের দয়ায় পঞ্চায়েত ভোটে বাংলায় নতুন আতঙ্ক': অধীর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: গতকালই ঘোষণা হয়েছে রাজ্য পঞ্চায়েত ভোটের তারিখ। বৃহস্পতিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশনারের তরফে ভোটের দিনক্ষণ ঘোষনা হতেই শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। আগামী মাসেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোট নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসক দলকে কার্যত তুলোধনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, ''অভিষেক কী প্রশাসনের কোনও পদে আছেন? মুখ্যমন্ত্রী নিজে ঘোষনা করুন ভোট শান্তিপূর্ণ ভাবে হবে। এটা পশ্চিমবঙ্গ, মানুষ জানে এখানে ভোট কীভাবে হয়।'' 

তিনি বলেন, ''রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন কমিশনার। বিরোধীদের সময় না দিয়ে পঞ্চায়েত ভোট ঘোষনা।'' রাজ্য নির্বাচন কমিশনার অদক্ষ বলেও এদিন সরাসরি নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তীব্র আক্রমণ করেন তিনি। তিনি আরও বলেন, '' রাজ্য সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট, তৃণমূলের দয়ায় পঞ্চায়েত ভোটে বাংলায় নতুন আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চাই, ভোটের জন্য বিরোধীদের সময় দরকার। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা। মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে।'' 

অধীর চৌধুরী আরও জানান, ১৫ তারিখের মধ্যে মনোনয়ন কেন জমা দিতে হবে? বলেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন শাসক (TMC) শিবিরের দিকে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়েরের পাশাপাশি অনলাইনে মনোনয়ন পেশের আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। যাতে অনলাইনে মনোনয়নের আবেদন গ্রহণ করা হয় সেই দাবি জানিয়ে শুক্রবার নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছে কংগ্রেস। 

উল্লেখ্য, রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। ভোট ঘোষনার পরদিনই শুরু অশান্তি। জেলায় জেলায় মনোনয়ন জমা দেওয়া নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শাসক- বিরোধী উভয় শিবির। পুলিশের সঙ্গে বচসা বাধে BJP কর্মীদের। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। অন্যদিকে, মনোনয়ন পেশ নিয়ে অশান্তি বাধে মুর্শিদাবাদের ভরতপুরে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভরতপুর। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।