গোপন ব্যালট বক্স ঘিরে ধুন্ধুমার, অভিষেকের কর্মসূচির প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা

সাহেবগঞ্জের গোসাঁনিমারির সভাস্থলে গোপন ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

গোপন  ব্যালট বক্স ঘিরে ধুন্ধুমার, অভিষেকের কর্মসূচির প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা
ব্যালট বক্স ঘিরে চরম বিশৃঙ্খলা (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: সাহেবগঞ্জ সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর ব্যালটে সাধারণ মানুষের জন্য ভোটের ব্যবস্থা করেছিলেন। তবে সেখান থেকে তিনি বেরোতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোট দিতে উপচে পড়েন ব্যালট বক্সে। যার ফলে ব্যালট ভেঙে যায়। একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় সাহেবগঞ্জ ফুটবল ময়দানে।

জানা গিয়েছে, সাহেবগঞ্জের গোসাঁনিমারির সভাস্থলে গোপন ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দু'পক্ষের সংঘর্ষে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। শুধু তাই নয়, গোপন ব্যালট বক্স ছিনতাইয়ের এবং বক্স ভাঙার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এদিনের সভায় শুরু হয় দু'পক্ষের মধ্যে হাতাহাতি। 

অন্যদিকে, আজ থেকে শুরু হল ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা'। প্রথমদিনে মন্দিরে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন জনসংযোগ। এই কর্মসূচি থেকেই তৈরি হবে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের ব্লু-প্রিন্ট। এদিন কোচবিহারের জনসভাগুলি থেকে অভিষেক বার্তা দিলেন, আগামী পঞ্চায়েত ভোট কোনও ধর্মীয় ভাবাবেগ দিয়ে হবে না। ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেজন্যই পঞ্চায়েতে ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন। সভামঞ্চ থেকে এদিন বিশেষ ধরনের ব্যালট পেপার দেখান অভিষেক।

তিনি বলেন, ''এই ব্যালট পেপার সকলকে দেওয়া হবে। সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর নাম জানানো যাবে। এটি গোপান ব্যালট। আপনার নাম বা কিছু থাকবে না। এটি পূরণ করে ব্যালট বক্সে ফেলে দিন। তারপর মানুষ যাঁকে মান্যতা দেবে, তৃণমূল তাঁকেই প্রার্থী করে জেতাবে। যাঁরা ব্যালট বক্সে ভোট দিতে পারবেন না, তাঁদের জন্য ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরও দিয়ে দিলেন'' বাড়ি থেকে গ্রাম পঞ্চায়েতের নাম, বুথের নাম ও আসন নম্বর উল্লেখ করে পছন্দের প্রার্থীর নাম জানানো যাবে বলে জানালেন অভিষেক।