রানীনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি জেলবন্দি থাকায় এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের একটি বিশেষ প্রশিক্ষণ চলায় আগামীকাল রানীনগর ২ পঞ্চায়েত সমিতির নির্বাচন স্থগিত  করল হাইকোর্ট। বিস্তারিত জানতে আরও পড়ুন...

রানীনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আগামীকাল হচ্ছে না মুর্শিদাবাদের (West Bengal News) রানীনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন। রানীনগর ২ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি জেলবন্দি থাকায় এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের একটি বিশেষ প্রশিক্ষণ চলায় আগামীকাল রানীনগর ২ পঞ্চায়েত সমিতির নির্বাচন স্থগিত  করল হাইকোর্ট। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল ২৭ সেপ্টেম্বর রানীনগর-২ (Raninagar) পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন করা হবে। সেই অনুযায়ী নির্বাচনের দিনক্ষণেরও নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কংগ্রেসের সভাপতি জেলবন্দি থাকায় এবং প্রশিক্ষণ চলায় আজ নির্বাচনের দিন পিছিয়ে দেয়ার আবেদন জানানো হয়। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে স্থগিতাদেশ দিল Calcutta High Court। 

সূত্রের খবর, রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি নির্বাচনের বিষয়ে এর আগে রাজ্যের থেকে মতামত জানতে চেয়েছিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, রাজ্য যাতে ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে বিষয়টি জানায়। সেই মতো রাজ্য আদালতে জানিয়েছিল, ২৭ সেপ্টেম্বর স্থায়ী কমিটি গঠন করা হবে। কিন্তু এখানেই আপত্তি তোলেন কংগ্রেস শিবিরের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থায়ী কমিটি নির্বাচনের এই তারিখটি স্থির করা হয়েছে, যাতে কংগ্রেসের কেউ সেখানে অংশ নিতে না পারেন।

কংগ্রেসের আইনজীবীর দাবি, গত ৮ তারিখ একটি নোটিশ জারি করা হয়েছিল কংগ্রেস সদস্যদের কম্পালসরি ট্রেনিংয়ের বিষয়ে। ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলাশাসকের অফিসে ওই ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে। ফলে আগামীকাল অর্থাৎ, ২৬ তারিখ যদি স্থায়ী কমিটির নির্বাচন হয়, সেখানে কংগ্রেসের সদস্যরা অংশ নিতে পারবেন না। কংগ্রেস সদস্যদের ভোটাভুটিতে অংশ নেওয়া আটকাতেই এই দিনটি স্থির করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের আইনজীবীর। এমন অবস্থায়, বিচারপতি অমৃতা সিনহা রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচনে আবার স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ২৯ তারিখ পর্যন্ত জারি থাকবে এই নির্দেশ।