Mahua Moitra: ঘুষ-প্রশ্নকাণ্ডে CBI তদন্ত, মহুয়ার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের

TMC সাংসদ মহুয়ার এই পরিণতির নেপথ্যে যিনি, সেই নিশিকান্ত দুবে (Nishikant Dubey) রীতিমতো উৎফুল্ল। সোশাল মিডিয়ায় তিনি আবার নয়া অভিযোগ করেছেন। বিস্তারিত পড়ুন...

Mahua Moitra:  ঘুষ-প্রশ্নকাণ্ডে CBI তদন্ত, মহুয়ার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের

ট্রাইব টিভি ডিজিটাল: ঘুষ-প্রশ্নকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় জাতীয় রাজনীতি। বাংলার তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে কি হবে না সেই নিয়ে যখন চর্চা তুঙ্গে ঠিক তখনই মহুয়া মৈত্রর (Mahua Moitra) পাশে দাঁড়ালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মহুয়ার পাশে ফিরহাদ হাকিম। তৃণমূল সাংসদের বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত নিয়ে মুখ খুলেছেন তিনি। 

শনিবার Tribe TV-র মুখোমুখি হয়ে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী Firhad Hakim বলেন, ''কী যায় আসে? এত MP রয়েছে তাঁদের দেওয়া হচ্ছে না। মহুয়াকে দেওয়া হচ্ছে। কী আছে মহুয়া মৈত্রর কাছে যে তদন্ত হবে?'' তিনি বলেন, ''কিছু যায় আসে না। মহুয়ার তো কিছু নেই। যাদের আছে দিল্লিতে, যারা এটার মধ্যে আছেন, সত্যিকারে সরকার কেনাবেচা করছেন তাঁদের বিরুদ্ধে কবে তদন্ত হবে? আগে হয়ে যাক তিনমাস। তারপর দেখবেন তদন্তের তদন্ত!'' তবে শুধু কলকাতার মেয়রই নন। কৃষ্ণনগরের সাংসদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের BJP সরকারকে একহাত নিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

Tribe TV-র মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ মন্তব্য করেন তিনি। মহুয়া মৈত্রর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, '' কে দিয়েছিল নির্দেশ? কে এই নির্দেশটা দিল মহুয়া মৈত্রর বিরুদ্ধে আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আমার ৩২ বছরের পরিষদীয়-সংসদীয় রাজনীতির অভিজ্ঞতায় আমি যতদূর জানি, এথিক্স কমিটির সিবিআই তদন্ত করার কথা বলবে কী করে। আমি যতদূর জানি, শাস্তি বিধান করার ক্ষমতা কোনও কমিটির নেই। কোনও শাস্তি দেওয়ার কথা বলতে পারে না। 'এই অন্যায়টা হয়েছে' এইটুকু পর্যন্ত বলতে পারে এথিক্স কমিটি। আমি দীর্ঘদিন বহু কমিটির সদস্য ছিলাম এবং আমিই এই প্রশ্ন তুলে ছিলাম আমার কোনও ক্ষমতা নেই কাউকে বলার যে, সে এই অন্যায়টা করেছে! এটা এথিক্স কমিটি গড়ে দিল। আর দু'এক বছর ধরে যে কোনও এথিক্স কমিটিই হয়নি সেই এথিক্স কমিটি দু'দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এটা হচ্ছে একটা ডিক্টোরিয়াল অথরিটি দিল্লিতে কাজ করছে। হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ফ্রাঙ্কো, ইদি আমন এদের পরে যে লোকটার নাম যুক্ত হবে তিনি হলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।''  

প্রসঙ্গত, TMC সাংসদ মহুয়ার এই পরিণতির নেপথ্যে যিনি, সেই নিশিকান্ত দুবে (Nishikant Dubey) রীতিমতো উৎফুল্ল। সোশাল মিডিয়ায় তিনি আবার নয়া অভিযোগ করেছেন। মহুয়ার আয়কর তথ্য তুলে ধরে তিনি বলছেন, ২০২১-২২ সালে মাত্র ১ লক্ষ ১৫ হাজার টাকা আয়কর দিয়েছেন মহুয়া। আগের বছরগুলিতে অঙ্কটা আরও কম। তাঁর বক্তব্য, ''টাকা ছাড়া কীভাবে বিজনেস ক্লাসের বিমানে বিদেশে যাওয়া যায়, ফাইভ স্টার হোটেলে থাকা যায়, নামীদামি ব্র্যান্ডের ব্যাগ, পার্স কেনা যায়, সেটা এই দুর্নীতিবাজ সাংসদের থেকে শিখতে হবে। ইডি-সিবিআই তো এসব হিসাবে চাইবেই।''