আদিবাসী পড়ুয়াদের স্কলারশিপের টাকা আত্মসাৎ-এর অভিযোগ, গ্রেফতার স্কুল শিক্ষক

রামচন্দ্রপুর হাইস্কুলের শিক্ষক অশ্বিনী মাহারাকে মঙ্গলবার গভীর রাতে তপন থানার পুলিশ গ্রেফতার করে।

আদিবাসী পড়ুয়াদের স্কলারশিপের টাকা আত্মসাৎ-এর অভিযোগ, গ্রেফতার স্কুল শিক্ষক

ট্রাইব টিভি ডিজিটাল: আদিবাসী ছাত্রাবাসের ছাত্রদের স্কলারশিপের টাকা আত্মসাৎ-এর অভিযোগ। এছাড়াও স্থানীয় একাধিক বাসিন্দাদের চাকরির প্রলোভন দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের রামচন্দ্রপুর হাইস্কুলে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অশ্বিনী মাহারা। 

জানা গিয়েছে, রামচন্দ্রপুর হাইস্কুলের শিক্ষক অশ্বিনী মাহারাকে মঙ্গলবার গভীর রাতে তপন থানার পুলিশ গ্রেফতার করে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্কুলে না আসার জন্য ওই শিক্ষকের কাছ থেকে টাকা আদায় করতে পারছিলেন না ভুক্তভোগী গ্রামবাসীরা। মঙ্গলবার অভিযুক্ত ওই শিক্ষক স্কুলে আসার পর স্থানীয় গ্রামবাসীরা তাকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

এদিকে ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাস আগে স্কুলের পক্ষ থেকে ওই শিক্ষকের নামে ছাত্রাবাসে টাকা তছরুপের জন্য তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই শিক্ষককের কঠোর শাস্তি না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।
 পাশাপাশি বৃহস্পতিবার ওই অভিযুক্ত অশ্বিনী মাহারাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। তপন থানার পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে চারদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত।