সব রাজ্যকে পিছনে ফেলে তবলায় সেরার সেরা শিরোপা জিতল নদিয়ার সুমন

দিল্লিতে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করার ডাক পেয়েছেন হবিবপুরের সুমন

সব রাজ্যকে পিছনে ফেলে তবলায় সেরার সেরা শিরোপা জিতল নদিয়ার সুমন

ট্রাইব টিভি ডিজিটাল: ভারতের জাতীয় কলা উৎসবে বাংলার হয়ে প্রতিনিধিত্ব। তবলায় ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করল হবিবপুরের সুমন সরকার। বাবা সন্যাসী সরকার প্রাক্তন পুলিশ কর্মী। বর্তমানে একটি দোকান চালান তিনি। হবিবপুরের রাঘবপুর রেল বাজার এলাকার বাসিন্দা সুমন সরকারকে ৩ বছর বয়সেই তার বাবা-মা তাকে তবলা কিনে দেন। তখন থেকেই সে গুরু প্রবীর কুমার সরকারের কাছে তবলা বাজানো শেখেন। পরবর্তীতে পন্ডিত উজ্জ্বল ভারতীর কাছে তবলা বাজানো শেখে সুমন। 

জানা গিয়েছে, তবলা বাজানো সে জেলার মধ্যে প্রথম হয়। পরবর্তীতে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে সুযোগ পান ভারতের কলা উৎসবে। ওড়িশার ভুবনেশ্বর অনুষ্ঠিত হয় এই উৎসব। সেখানে সে তবলায় পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি হিসেবে ভারতের সব রাজ্যর প্রতিনিধিকে পিছনে ফেলে দিয়ে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে।

শুধু তাই নয়, তার তবলা বাজানোয় মুগ্ধ গোটা দেশ। প্রধানমন্ত্রীর সদর দফতর থেকেও ফোন এসেছে দিল্লিতে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করার ডাক পেয়েছেন হবিবপুরের সুমন সরকার। এদিকে, জাতীয় স্তরের পুরষ্কার নিয়ে সুমন গ্রামে পৌঁছতেই উৎসবের মেজাজে মেতে ওঠে তার গ্রামের মানুষজন। তার এই অসামান্য প্রতিভার জন্য তাকে সংবর্ধিত করেছে এলাকার প্রধান বিডিও থেকে শুরু করে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক।