ফের বিতর্কে 'দিদির সুরক্ষা কবচ', মন্ত্রীর সামনেই গ্রামবাসীকে সপাটে চড় TMC কর্মীর

শনিবার উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত থানা এলাকার দত্তপুকুরে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে বেরিয়ে বিতর্কের মুখে পড়লেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

ফের বিতর্কে 'দিদির সুরক্ষা কবচ', মন্ত্রীর সামনেই গ্রামবাসীকে সপাটে চড় TMC কর্মীর

ট্রাইব টিভি ডিজিটাল: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। মাত্র কয়েক দিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির সূচনা করেছেন। আর সেই কর্মসূচিতে বেরিয়ে মানুষের অভাব, অভিযোগ শুনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন শাসকদলের নেতা-কর্মী থেকে শুরু করে সাংসদ, বিধায়করা। 

শনিবার উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত থানা এলাকার দত্তপুকুরে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে বেরিয়ে বিতর্কের মুখে পড়লেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সূত্রের খবর, শনিবার সকালে দত্তপুকুর এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে রাস্তা খারাপ নিয়ে গ্রামবাসীদের অভিযোগ শুনতে গিয়ে মেজাজ হারান এক তৃণমূলকর্মী। মন্ত্রী রথীন ঘোষের সামনেই সপাটে এক গ্রামবাসীর গালে চড় কষিয়ে দেন দলেরই এক কর্মী। আর যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েন মন্ত্রী  রথীন ঘোষ তথা বাংলার শাসক দল তৃণমূল। 

জানা গিয়েছে, এদিন দত্তপুকুরের ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাউবনা এলাকায় দিদির দূত কর্মসূচিতে যান মন্ত্রী রথীন ঘোষ। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই অভিযোগকারীকে সপাটে চড় কষান এক তৃণমূল কর্মী। খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতে এলে মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে চড় মারেন এক তৃণমূল কর্মী। পরে আক্রান্তের পিঠ চাপড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মন্ত্রী। ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা বলে সাফাই রথীন ঘোষের। শুধু তাই নয়, পরে আক্রান্ত ব্যক্তির কাছে ক্ষমাও চেয়ে নেন মন্ত্রী রথীন ঘোষ। যদিও গোটা ঘটনায় আরও একবার বিরোধীদের তোপের মুখে শাসক দল তৃণমূল।