১০০ দিনের টাকা না দিলে তির ধনুক নিয়ে রাস্তায় নামুন: মমতা বন্দ্যোপাধ্যায়

একই সঙ্গে আদিবাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,  টাকা না দিলে আপনারা তীর-ধনুক নিয়ে, ধামসা-মাদল নিয়ে রাস্তায় নামুন।

১০০ দিনের টাকা না দিলে তির ধনুক নিয়ে রাস্তায় নামুন: মমতা বন্দ্যোপাধ্যায়

ট্রাইব টিভি ডিজিটাল:  ১০০ দিনের টাকা না দিলে তির ধনুক নিয়ে রাস্তায় নামুন। ঝাড়গ্রামের মঞ্চ থেকে আদিবাসীদের নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের কাজের প্রাপ্য বকেয়া নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজ্য সরকারের তরফে আবেদন আবেদন জানানো সত্ত্বেও কেন্দ্র প্রাপ্য টাকা দিচ্ছে না।  মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, প্রাপ্য টাকার জন্য এবার কি প্রধানমন্ত্রীর পায়ে ধরতে হবে? 

একই সঙ্গে আদিবাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,  টাকা না দিলে আপনারা তীর-ধনুক নিয়ে, ধামসা-মাদল নিয়ে রাস্তায় নামুন। স্লোগান তুলুন, ১০০ দিনের টাকা ফেরাও, নইলে গদি ছাড়ো। দিন ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত সার্কিট ট্যুরিজম করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি এতে কর্মসংস্থান হবে।

এদিকে সেই জনসভা শেষ করে সোজা বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে যান মমতা। সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এদিকে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। গ্রামের মধ্যে যে সব সমস্যা রয়েছে তাই মুখ্যমন্ত্রীকে জানান তাঁরা। তাঁদের অভিযোগ, 'ঘর পাইনি যাব কোথায়?' পাশাপাশি জলের সমস্যার কথাও জানান তাঁরা। সব শুনে তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।