সংশোধনাগারে গর্ভবতী হচ্ছেন মহিলারা!

রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

সংশোধনাগারে গর্ভবতী হচ্ছেন মহিলারা!

পশ্চিমবঙ্গের সংশোধনাগারে গর্ভবতী হচ্ছেন মহিলারা। ১৯৬ টি শিশুর জন্ম হয়েছে সংশোধনাগারে বলে গত শুনানিতে রিপোর্ট দিয়েছিলেন আদালত বান্ধব তাপস ভঞ্জ। পাশাপাশি সংশোধনাগারে মৃত্যু হলেই বন্দিদের লাশ পাচারের অভিযোগে আদালতের নির্দেশে ক্রিমিনাল বেঞ্চের মামলায় রাজ্যের সব সংশোধনাগারের তথ্য চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীরের।

সব পক্ষকে নিয়ে রাজ্যকে দ্রুত বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কেমন থাকেন সংশোধনাগারের বন্দীরা ? কী পরিষেবা পায় তারা? রাজ্যের কাছে জানতে চায় আদালত। সংশোধনাগারের মহিলারা গর্ভবতী হচ্ছেন, এই ঘটনায় স্তম্ভিত আদালত। উত্তর জানতে ৮ মার্চ পর্যন্ত সময় দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি প্রত্যেক থানায় একজন করে সাইবার বিষয়ে বিশেষজ্ঞ পুলিশ কর্মী রাখতে প্রস্তাব বিচারপতি রাজাশেখর মান্থার।