বৃষ্টি অমিল, জুনেও তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের

বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলি ভিজতে পারে বৃষ্টিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

বৃষ্টি অমিল, জুনেও তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মাঝ জ্যৈষ্ঠেই গরমে পুড়ছে বাংলা। সপ্তাহের শুরু থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে রাজ্যের একাধিক জেলায়। এবার চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জুনের শুরুতেই অস্বস্তিকর গরমে পুড়বে বঙ্গবাসী। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।  

হাওয়া অফিস সূত্রে খবর, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে ২-৪ ডিগ্রি। আগামী ৪ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, ২ জুন অর্থাৎ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৩ জুন, শনিবার এই ৫ জেলা-সহ পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জুন মাসের শুরুতে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে এর মধ্যেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস।

আজ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলি ভিজতে পারে বৃষ্টিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এদিকে সকাল থেকেই চড়া রোদ, ঘামে ঘেমে নেয়ে একাকার অবস্থা সাধারণ মানুষের। স্বস্তির বৃষ্টির আশায় চাতকপাখির মতো তাকিয়ে আম আদমি। কিন্তু, আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। ফের একবার তিলোত্তমায় অস্বস্তি বয়ে আনছে ভ্যাপসা গরম।

 আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রার পারদ। ১ তারিখের পর দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর পৌঁছতে পারে, জানা গিয়েছে এমনটাই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়তে পারে তাপমাত্রার পারদ। পাঁচ জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি হল- দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন তারিখ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ।