প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার!

পুলিশকে "বাফাদার কুকুর" বলে আক্রমণ শান্তনুর

প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার!

সন্দেশখালিতে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীর বাড়িতে এসে পুলিশকে বাফাদার কুকুর বলে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের | 

ক্রমশই যেন উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি। সন্দেশখালি কান্ডের নায়ক শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদে নেমেছে সেখানকার মানুষ। সামনে উঠে এসছে মা বোনদের উপরে অত্যাচারের অভিযোগও। এই নিয়েই রাজ্য জুড়ে এসপি অফিস ডাক দিয়েছিল বিজেপি। সন্দেশখালিতেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলে একই কর্মসূচি। সেখানে ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি কর্মী মিহির মন্ডল। কর্মসূচি চলাকালীন ১৪৪ ধারাকে অমান্য করার অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মঈ সমর্থকদের গ্রেফতার করে। তার মধ্যে ছিল বনগাঁর এই বিজেপি কর্মীও ছিল। তাকেও পুলিশ গ্রেফতার করে। শনিবার বনগাঁর নেতাজিনগর ওই কর্মীর বাড়িতে এলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মিহিরকে বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি তার পরিবারের পাশেও দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি। তবে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, সামনেই লোকসভা নির্বাচন সেই কারণে শেখ শাহাজান রোহিঙ্গা গোছাচ্ছে। শান্তনু পুলিশকে আক্রমণ করে এও বলেন পুলিশ জানে শাহজাহান কোথায়। পুলিশ দফাদার কুকুরের মতন কাজ করছে।

মিহিরের বোন পিংকি মন্ডল ও তার মা রেবা মন্ডল বলেন, সন্দেশখালিতে মা বোনদের উপর অত্যাচার এর প্রতিবাদে মিহির ওখানে আন্দোলন করতে গিয়েছিল | পুলিশ তাকে গ্রেফতার করেছে। সে কোন দোষ করেনি। 

অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের দাবি, বিজেপি সন্দেশখালিতে অশান্তির প্রতিবেশ সৃষ্টি করছে | সামনে লোকসভা ভোট | ইচ্ছাকৃতভাবে সন্দেশখালীকে নিজেদের ইশারায় নাচতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার |

রাজনৈতিক মহলের একাংশের দাবি, কেন্দ্র-রাজ্যের এই রোষের মাঝে সাধারণ মানুষেদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে | পুলিশ চাইলে মন্দিরের সামনে থেকেও জুতো চুরি করার ক্ষমতা কারোর হবে না, এমনি উদাহরণ দিচ্ছেন রাজনৈতিক মহলের সিংহভাগ মানুষ | কারণ পুলিশ এখনও অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার তো দূরেই থাকে, তার টিকির নাগাল পায়নি |