ঢাকের পিঠে পড়ল কাঠি, জন্মাষ্টমীতেই দুর্গা উৎসবের সূচনা বেলুরমঠে

প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর সেটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়।

ঢাকের পিঠে পড়ল কাঠি, জন্মাষ্টমীতেই দুর্গা উৎসবের সূচনা বেলুরমঠে

ট্রাইব টিভি ডিজিটাল: শুক্রবার জন্মাষ্টমী। আর এই উপলক্ষে এদিন ভোরে বেলুড় মঠের দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। প্রথা মাফিক প্রতি জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মন্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয়। এই দিনটিতে। 

গত দু'বছর ধরে করোনার কারণে মহা পুজোর সমারোহে খামতি থাকলেও এবছর সব সুদে আসলে উশুল করে নিচ্ছে বেলুড় মঠ। শুক্রবার ভোরে মূল মন্দিরে মঙ্গল আরতির পর মন্দিরের ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। ফুল ধুপ বৈদিক মন্ত্রাচরণ সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়।

বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর সেটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়। এক কথায় আজ থেকেই বেলুড় মঠে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল।

অন্যদিকে, জন্মাষ্টমীর দিনে কাঠামো পুজোর মধ্যে দিয়েই সূচনা হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গা উৎসবের। এবার যথারীতি অনুষ্ঠিত হবে কুমারী পুজোও। শুক্রবার শুভ জন্মাষ্টমীর দিন থেকেই দুর্গা মূর্তি গড়ার কাজ শুরু হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে।

 এই উপলক্ষে এদিন সকালে আশ্রমের ব্রহ্মচারী মহারাজদের উপস্থিতিতে দুর্গা মূর্তি তৈরির আগে পুজো করা হয় কাঠামোতে। এবারের দুর্গা পুজোর আয়োজন প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমা নন্দজী মহারাজ জানান, করোনা অতিমারি কাটিয়ে এবার অনেকটা স্বাভাবিক ভাবেই দুর্গা উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হল এই উৎসবের সূচনা। গত দু'বছর করোনার জন্য কুমারী পুজো করা যায়নি। তবে এবারের কোনও বিশেষ প্যান্ডেল করে না হলেও, নিয়ম মেনেই কুমারী পুজোর আয়োজন করা হবে।