ফের শহরে ডেঙ্গির বলি, মৃত্যু কিশোরের

এই বিষয়ে কিশোরের পরিবার এবং প্রতিবেশীদের দাবি, ডেঙ্গু হয়েছিল কিশোরের বাড়িতে চিকিৎসা চলছিল। গত সপ্তমীর দিনও পাড়ার বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে এসেছিল।

ফের শহরে ডেঙ্গির বলি, মৃত্যু কিশোরের

ট্রাইব টিভি ডিজিটাল: সবেমাত্র দুর্গাপুজো শেষ হয়েছে তার মধ্যেই ফের ডেঙ্গুর বলি শহরে। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দমদমের এক কিশোরের। দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার কিশোর দশম শ্রেণীর পড়ুয়া বছর ষোলোর সায়ন হালদার।

জানা গিয়েছে, গত তিনদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল সায়ন। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে দমদম গোড়া বাজারের পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নাগেরবাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কিশোরকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসার চলার পর কিশোরের মৃত্যু হয়। 

এই বিষয়ে কিশোরের পরিবার এবং প্রতিবেশীদের দাবি, ডেঙ্গু হয়েছিল কিশোরের বাড়িতে চিকিৎসা চলছিল। গত সপ্তমীর দিনও পাড়ার বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে এসেছিল। এরপর থেকেই জ্বরে আক্রান্ত ছিল ওই কিশোর। তারপর বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শেষে আরজি করে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুর শংসাপত্র মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর কথা উল্লেখ করা হয়েছে।