গান্ধীনগরের হেলিপ্যাড গ্রাউন্ডে চাঁদের হাট, মোদী-শাহের উপস্থিতিতে দ্বিতীয়বার শপথ নিলেন ভূপেন্দ্র

সোমবার দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। তার আগে রবিবার গভীর রাতে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গান্ধীনগরের হেলিপ্যাড গ্রাউন্ডে চাঁদের হাট,  মোদী-শাহের উপস্থিতিতে দ্বিতীয়বার শপথ নিলেন ভূপেন্দ্র

ট্রাইব টিভি ডিজিটাল: সোমবার দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। তার আগে রবিবার গভীর রাতে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে বেড়ালেন আহমেদাবাদের এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত। প্রধানমন্ত্রীর গাড়ি রাস্তায় নামতেই তাঁকে একঝলক দেখার জন্য বহু মানুষ ভিড় করেন। রাত হয়ে গেলেও BJP কর্মী-সমর্থকদের মধ্যে এই রোড শো নিয়ে উৎসাহের কোনও খামতি দেখা যায়নি।

এদিকে গান্ধীনগরের নয়া সচিবালয়ের কাছে হেলিপ্যাড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য  বিশিষ্টজনদের উপস্থিতিতে গুজরাটের অষ্টাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল।

গুজরাটে এদিন ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল বলা যায়। প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও, এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিজেপি নেতারা। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রমুখ।

অন্যদিকে, বিধানসভা ভোটে বিজেপি-র বিপুল জয়ের জন্য গুজরাটবাসীকে আগেই ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর আগে পয়লা ডিসেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী। ভোটে জেতার পর ফের রোড শো করলেন তিনি। এদিনই গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভূপেন্দ্র প্যাটেল।