ICC World Cup 2023: ভারত-দঃ আফ্রিকা ম্যাচের টিকিট না পেয়ে CAB-এর সামনে বিক্ষোভ

বিক্ষোভকারীদের অভিযোগ, CAB-এর সদস্য সংখ্যা ২৫ হাজার। কিন্তু অনলাইন থেকে মেম্বার ও লাইফ মেম্বারদের মধ্যে মাত্র কয়েক হাজার সদস্য টিকিট পেয়েছেন। বিস্তারিত জানুন...

ICC World Cup 2023: ভারত-দঃ আফ্রিকা ম্যাচের টিকিট না পেয়ে CAB-এর সামনে বিক্ষোভ
ইডেনের সামনে বিক্ষোভ সদস্যদের (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আগামী রবিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইডেনের ২২ গজে ব্যাট বলের লড়াই শুরুর আগেই টিকিট নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই টিকিটের কালোবাজারি নিয়ে ময়দান থানায় এফআইআর দায়ের হয়েছে। এবার টিকিটের দাবিতে সিএবির সামনে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করলেন সিএবির লাইফ মেম্বার, সদস্য ও অন্যান্য সাধারণ সমর্থকরা। তাদের দাবি সিএবি ভারত-দক্ষিন আফ্রিকা ম্যাচের ন্যায্য টিকিট পাওয়া থেকে তাদের বঞ্চিত করেছে। আর সেই টিকিটই কালোবাজারে বিক্রি করা হচ্ছে। সিএবি সভাপতির সঙ্গে এই বিষয়ে তারা কথা বলতে চাইলে তিনি কথা বলেননি বলেও অভিযোগ। তাই টিকিটের দাবিতে সকাল থেকে ইডেনের সামনে চলে বিক্ষোভ। প্রয়োজনে সিএবির বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, CAB-এর সদস্য সংখ্যা ২৫ হাজার। কিন্তু অনলাইন থেকে মেম্বার ও লাইফ মেম্বারদের মধ্যে মাত্র কয়েক হাজার সদস্য টিকিট পেয়েছেন। বাকি টিকিট কোথায় গেল এই প্রশ্ন তুলে আন্দোলনে নেমেছেন তাঁরা। তাদের অভিযোগ, এই ব্যাপারে সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইলে দেখা করতে রাজি হননি CAB সভাপতি। শুধু তাই নয়, তাঁদের অপমান করে সিএবি থেকে বের করে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় বলেও গুরুত্বর অভিযোগ এনেছেন বিক্ষোভকারী সিএবি'র সদস্যরা। তাঁদের দাবি, মোটা টাকা দিয়ে তাঁরা CAB-এর সদস্য পদ নিয়েছেন। প্রত্যেক ম্যাচে একটি করে ফ্রি টিকিট তাঁদের পাওয়ার কথা। কিন্তু আগামী রবিবার (5 November 2023) ভারত বনাম দঃ আফ্রিকা ম্যাচের টিকিট কেন তাঁরা পাবেন না এবং এত টিকিট কোথায় গেল সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। সেই টিকিটই কালোবাজারে বিক্রি হচ্ছে বলে দাবি তাঁদের। 

ময়দান থানায় টিকিটের কালোবাজারির অভিযোগে FIR-এর তদন্তে বৃহস্পতিবার CABBook My Show-এর প্রতিনিধিদের থানায় ডেকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, CAB জানিয়েছে, টিকিটের ব্যাপারটা গোটাটায় BCCI-এর হাতে। এখানে CAB-র কোনও ভূমিকা নেই। কিন্তু সেই দাবি মানতে নারাজ বিক্ষোভকারী সদস্যরা। তাঁদের অভিযোগ, সদস্যদের হকের টিকিট না পাওয়ার BCCI-র কোনও হাত থাকতে পারে না। এর জন্য তাঁরা সরাসরি CAB কর্তাদের কাঠগড়ায় তুলেছেন। যদি তাঁরা টিকিট না পান তাহলে এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি CAB-র বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন বিক্ষোভকারীরা।