আজই শেখ শাহজাহানকে CBI-এর হাতে হস্তান্তরের নির্দেশ, মন্তব্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের

বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য জানায় এ বার নিয়ম মেনে লিখিত ভাবে মামলা করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালত জানায় এই রকমের আবেদনের জন্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছে যেতে হবে।

আজই শেখ শাহজাহানকে CBI-এর হাতে হস্তান্তরের নির্দেশ, মন্তব্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের (CBI) হাতেই তুলে দিতে হবে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্ট। সন্দেশখালি নিয়ে মঙ্গলবার হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। বুধবার বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে (West Bengal Police)। 

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দেয় ধৃত শাহজাহানকে (Sheikh Shahjahan) কেন্দ্রীয় সংস্থার (CBI) হাতে তুলে দেওয়ার। সময় বেঁধে দেওয়া হয় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা-ও খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর মধ্যে মঙ্গলবার বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকেরা। 

তদন্তের কাগজপত্রও তাঁদের হাতে নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাহজাহানকে না-নিয়েই ভবানী ভবন ছাড়তে হয় তাঁদের। সিআইডি যুক্তি দেয় যে হেতু রাজ্য সরকার হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছে রাজ্য, তাই মামলাটি বিচারাধীন। অন্য দিকে,মঙ্গলবার রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি শীর্ষ আদালতে জরুরি শুনানির আবেদন জানালে তা খারিজ হয়ে যায়।

আরও পড়ুন: https://www.tribetv.in/PM-Modi-attacks-Bengal-Government-over-women-harassment-issue-in-west-bengal-areas

বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য জানায় এ বার নিয়ম মেনে লিখিত ভাবে মামলা করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালত জানায় এই রকমের আবেদনের জন্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছে যেতে হবে। বস্তুত, কলকাতা হাই কোর্টেই সন্দেশখালি মামলা ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে, আদালতের নির্দেশকে অমান্য করার অভিযোগ নিয়ে আবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মেনে গতকাল শেখ শাহজাহান সহ সমস্ত তদন্তভার সিবিআই এর হাতে তুলে না দেওয়ার জন্য সিআইডি সহ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বুধবার সেই মামলার শুনানি হয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/ED-Appears-to-calcutta-high-court-over-sandeshkhali-chaos-issue

উল্লেখ্য, গতকাল অর্থাৎ ৫ মার্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শেখ শাহজাহান সহ সমস্ত তদন্তভার সিআইডি-এর থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশই বহাল রাখল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি হরিশ ট্যান্ডন গতকাল প্রধান বিচারপতির দেওয়া নির্দেশই বহাল রাখলেন। আজ অর্থাৎ ৬ মার্চ বিকেল ৪.১৫ এর মধ্যে শেখ শাহজাহান সহ সমস্ত তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিলেন সিআইডি-কে। প্রধান বিচারপতির নির্দেশ কার্যকর না করে কেন আদালত অবমাননা করা হয়েছে, তার কারণ দর্শিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।