দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি, ৩০ টাকার লটারি বদলে দিল ভাগ্য

রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে কেউ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, কেউ টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। কিন্তু, লটারি কেটেই রাতারাতি বড়লোক হয়ে গেলেন মুর্শিদাবাদের এক ব্যক্তি।

দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি, ৩০ টাকার লটারি বদলে দিল ভাগ্য

ট্রাইব টিভি ডিজিটাল: 'ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন'। বাংলার এই প্রবাদ বাক্য আমাদের সকলেরই জানা। আর লাখ টাকার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুস্কর। কিন্তু, স্বপ্ন আর বাস্তবের মধ্যে রয়েছে বিস্তর ফারাক! 

রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে কেউ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, কেউ টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। কিন্তু, লটারি কেটেই রাতারাতি বড়লোক হয়ে গেলেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। পেশায় শ্রমিক ওই ব্যক্তি মাত্র তিরিশ টাকার লটারির টিকিট কেটেছিলেন। 

জানা গিয়েছে, সেই লটারির রেজাল্ট বেরোতেই যেন হাতে চাঁদ পেলেন তিনি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ২ নম্বর ব্লকের কৃষ্ণশাইল গ্রামের সানিবুল শেখ ও আমিরুল শেখ দুই ভাই। জানা গিয়েছে, দুই ভাই বাড়িতে ঢালাই-এর কাজ করেন।
রবিবার সন্ধ্যার সময় ঘুরতে যান বাড়ির কাছের মোড়ে। সেখানে তিরিশ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন। যদিও তখনও তিনি স্বপ্নেও ভাবেননি একটি টিকিটই বদলে দিতে চলেছে তাঁর গোটা জীবন। যে দোকানে লটারির টিকিট কেটেছিলেন সেখানেই যেতেই দেখেন যে টিকিটের নম্বরে এক কোটি টাকা পেয়েছে সেটিই রয়েছে তাঁর পকেটে। খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে ছুটে আসেন। গোটা ঘটনা খুলে বলেন বাড়ির সকলের কাছে। খুশিতে আত্মহারা হয়ে যায় গোটা পরিবার।