নবান্ন অভিযানের আগেই পুলিশের হাতে আটক শুভেন্দু অধিকারী

গোটা নবান্ন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হয়েছে।

নবান্ন অভিযানের আগেই পুলিশের হাতে আটক শুভেন্দু অধিকারী

ট্রাইব টিভি ডিজিটাল: BJP-র নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই উত্তপ্ত রাজপথ। মঙ্গলবার দুপুরে মিছিল শুরুর আগেই হেস্টিংস থেকে গ্রেফতার করা হল শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়কে। নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। 

নবান্নে ঘুণ ধরেছে সেটা পরিষ্কার করতে আজ নবান্ন অভিযানে যাচ্ছে বিজেপি। মন্তব্য হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারের। কয়েক শো বিজেপি কর্মী সমর্থককে নিয়ে চুঁচুড়া স্টেশনে হাজির হন তুষার মজুমদার। জেলা থেকে প্রায় ৬ হাজার মানুষ নবান্ন অভিযানে যাবে বলে দাবি করেন জেলা সভাপতি।

কলকাতার পিটিএস-এর কাছে শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়কে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা গেরুয়া শিবিরের নেতা নেত্রীদের।

বেলিয়াঘাটাতে টাকি রোডে বাস থেকে বিজেপি কর্মীদের জোর করে নামিয়ে দেয় রাজ্য পুলিশ।  এই কাজ করার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং এসপি। বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা।