পঞ্চম বৈঠকেও অধরা রফাসূত্র, রাজধানীতে ফের আন্দোলন কৃষকদের

বুধবার থেকে ফের 'দিল্লি চলো' অভিযানে নামছেন তারা। এই ছবি কার্যত ধরা পড়েছিল প্রায় ৪ বছর আগে। তারপর আবারও বিক্ষুব্ধ কৃষকদের রোষে উত্তপ্ত রাজধানীর মাটি।

পঞ্চম বৈঠকেও অধরা রফাসূত্র, রাজধানীতে ফের আন্দোলন কৃষকদের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল:  পাঁচবার বৈঠকের পরও মিলল না সমাধানসূত্র। ফের আন্দোলনের পথে কৃষকরা। কেন্দ্রের প্রস্তাব খারিজ করে নিজেদের দাবিতে অনড় কৃষকরা। বুধবার থেকে ফের শুরু বিক্ষুব্ধ কৃষকদের 'দিল্লি চলো' অভিযান। রাজধানীতে চলছে দ্বিতীয় দফায় কৃষক আন্দোলন। পাঁচবার বৈঠক করলেও কেন্দ্রের এই প্রস্তাবে রাজি নন পঞ্জাবের কৃষকরা।

পাঁচ বছরের জন্য তিন ধরনের ডাল, ভুট্টা ও তুলোর ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু বিক্ষুব্ধ কৃষকরা অনড় তাদের দাবিতে। বুধবার থেকে ফের 'দিল্লি চলো' অভিযানে নামছেন তারা। এই ছবি কার্যত ধরা পড়েছিল প্রায় ৪ বছর আগে। তারপর আবারও বিক্ষুব্ধ কৃষকদের রোষে উত্তপ্ত রাজধানীর মাটি। কৃষকদের আন্দোলনের ঝড় সামলাতে হিমসিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রায় ১ সপ্তাহ ধরেই অবরুদ্ধ ছিল পাঞ্জাব- হরিয়ানার শম্ভু সীমান্ত।

আরও পড়ুন: https://www.tribetv.in/BJP-Leader-Suvendu-Adhikari-visits-at-Sandeshkhali-after-high-court-giving-permission

 আবারও দ্বিতীয় দফার আন্দোলন রুখতে তৎপর দিল্লি পুলিশ। অশান্তি রুখতে পঞ্জাব-হরিয়ানা সীমানায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী। ব্যারিকেড টপকে দিল্লিতে ঢোকার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কৃষকরা। ট্র্যাক্টরকেই অস্থায়ী ট্যাংকে পরিণত করেছেন আন্দোলনকারীরা। কৃষক আন্দোলন ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য পঞ্জাবের মুখ্যসচিবকে কড়া নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।