এবার আইনি জটে বিজয় দেবেরাকোন্ডা

কী এমন হলো যার জন্য ইডির দফতরে হাজিরা দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডার?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁর প্রেমে পাগল বহু নারী। এবার তাঁকে হাজিরা দিতে হল ইডির দফতরে। কিন্তু কেন? কী এমন হলো যার জন্য ইডির দফতরে হাজিরা দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডার? দক্ষিণের এক রাজনীতিক বিদেশ থেকে আসা হাওয়ালার টাকা লাইগার ছবিতে বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। আর বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ED। এই মর্মে জিজ্ঞাসাবাদ করার জন্য বুধবার দফতরে ডাকা হয় দক্ষিণের এই সুপারস্টারকে। প্রায় টানা ১২ ঘণ্টা জেরার মুখে পড়তে হয় ঐদিন বিজয়কে