Mamata Banerjee News: পাখির চোখ লোকসভা ভোট, আজ মমতা-নবীন সাক্ষাৎ

২০২৪ এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে অকংগ্রেসী অবিজেপি দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় মোর্চা গঠনের কাজ শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee News: পাখির চোখ লোকসভা ভোট, আজ মমতা-নবীন সাক্ষাৎ

ট্রাইব টিভি ডিজিটাল: বছর ঘুরলেই বেজে যাবে ২০২৪ সালের লোকসভা ভোটের দামামা। ২৪-এর নির্বাচনে নিজেদের খুঁটি শক্ত করতে এখন থেকেই আসরে নেমে পড়েছে তৃণমূল সহ BJP বিরোধি দলগুলি। অখিলেশ যাদবের বঙ্গ সফর শেষ হতেই ২ দিনের Odisha সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। আজ বুধবার দুপুরে ওড়িশার মুখ্যমন্ত্রী Naveen Pattanaik-এর বাসভবনে বৈঠক করবেন তিনি। 

সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে অকংগ্রেসী অবিজেপি দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় মোর্চা গঠনের কাজ শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার বিকেলে সমাজবাদী পার্টির প্রধানের সঙ্গে বৈঠকের পর আজ ২৩ মার্চ বিকেলে বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এর সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে Odisha-র বিধানসভা নির্বাচন। নবীন নীতিগত ভাবে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার পক্ষে। যদিও নানা জাতীয় ইস্যুতে বিজেপির সঙ্গেই থেকেছে নবীনের দল। তবে ওড়িশার ঘরোয়া রাজনীতিতে ইদানিং বিজেপি নবীনের সমালোচনায় মুখর। উড়িষ্যার সংবাদমাধ্যমে এখন নবীন আর ধর্মেন্দ্র প্রধানের আরোপ আর প্রত্যারোপ প্রতিদিনের চর্চা। অন্যদিকে, নবীনের সঙ্গে মমতার সম্পর্ক বহুদিনের। আর নবীন ও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

প্রসঙ্গত, বুধবার দুপুরে বাংলার মানুষের মঙ্গল চেয়ে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে এদিন পুরীর মন্দিরে ধ্বজা বাঁধা হয়।  মুখ্যমন্ত্রী জানান, পুরনো ধ্বজাটি তাঁকে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তাঁর নিয়ে যাওয়া ধ্বজাটি তোলা হয়েছে মন্দিরের মাথায়। এ জন্য তিনি মন্দির কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দিরের তরফে একটি জগন্নাথের মূর্তিও উপহার হিসাবে দেওয়া হয় বলে জানা গিয়েছে। 

এদিন জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার আগে নিউ পুরীতে রাজ্য সরকারের আবাস নির্মাণের জন্য জমি দেখেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, পুরীতে একটি বঙ্গভবন বানাবে রাজ্য সরকার। সেই সূত্রেই যাওয়া। যে এলাকায় এদিন মুখ্যমন্ত্রী জমি দেখেছেন সেটি নিউ পুরীতে। অর্থাৎ স্বর্গদ্বার মেরিন ড্রাইভ রোড ধরে কিছুটা যাওয়ার পর এই এলাকা। কতটা জমি পাওয়া যাবে তা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতার সঙ্গে জমি দেখার সময়ে ওড়িশার মুখ্যসচিব উপস্থিত ছিলেন। এদিন সেখানে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা বাংলা-ওড়িয়া মিলিয়ে কথা বলেন তিনি।